অসাধারণ ভঙ্গিতে টুম্পা সোনা গানে দুর্দান্ত নেচে নেটদুনিয়ায় ভাইরাল মেয়ে, তুমুল ভাইরাল ভিডিও

ভিডিওটির চারিদিক দেখে মনে হচ্ছে এটা একটি গ্রাম, পাশেই রয়েছে তুলসী মঞ্চ এবং ছোট ছোট বাড়ি। মেয়েটির প’রনে লাল এবং সাদা ড্রেস,ছোট্ট মেয়েটি তার চু’ল ও কো’মর দুলিয়ে গানটিতে নাচ করছে। ছোট্ট মেয়েটির বয়স খুব বেশি হলে সাত কি আট, কিন্তু এটুকু বয়স এই তার দুর্দান্ত নাচের সকলের মন জয় করে নিয়েছে সে।

বিশেষ করে সব সময় এই গানটিতে নাচের সময় পা’র্টনার এর প্রয়োজন হয়, কিন্তু গানটিতে সে একাই নেচে মাত করে দিয়েছে মঞ্চ।ভিডিওটি এর মধ্যেই হয়ে গেছে ভাইরাল। দর্শকরা মু’গ্ধ হয়ে গেছেন ছোট্ট মেয়েটির নাচে, কিন্তু মেয়েটির পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।

বানিয়ে পো’স্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়, যা প্রায় সব জায়গায় হয়েছিল ভাইরাল। এর আগেও “টুনির মা” নামে একটি গান হয়েছিল ভাইরাল। এর পরবর্তী কোন গানকে ভাইরাল হয় সেটিই দেখার অপেক্ষায় সবাই।

ভিডিওটি এর মধ্যেই হয়ে গেছে ভাইরাল। দর্শকরা মু’গ্ধ হয়ে গেছেন ছোট্ট মেয়েটির নাচে, কিন্তু মেয়েটির পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।