অদ্ভুত ঘটনা, বিয়ের পরের দিন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার সময় অতিরিক্ত কেঁদে মৃত্যু হল কনের। জানা গিয়েছে, অতিরিক্ত কাঁদার ফলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
ঘটনাটি ঘটেছে ওড়িশার জুলুন্দা গ্রামে। জানা গিয়েছে, গুপ্তেশ্বরী শাহর সঙ্গে বিয়ে হয় বালানগর জেলার এক পাত্রের সঙ্গে। বিয়ের পর যখন বিদায়ের অনুষ্ঠান শুরু হয়। তখন কাঁদতে শুরু করেন গুপ্তেশ্বরী। কাঁদতে কাঁদতে অজ্ঞান হয় পড়ে যান তিনি।
এরপর পরিবারের সদস্যরা কনের হাত পায়ে মালিশ করে ঘাড়ে মাথায় জল দেন। তাতেও জ্ঞান না ফেরায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষাণা করেন। এরপর কনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
পরিবার সূত্রে খবর, বিয়ের আগে থেকে বাবার মৃত্যু নিয়ে অবসাদে ছিলেন গুপ্তেশ্বরী শাহ। চিকিৎসকরা প্রাথমিকভাবে মনে করছেন অস্বাভাবাবিক কান্নাকাটি করা তাঁর মৃত্যুর কারণ হতে পারে।