২১-ফেব্রুয়ারি-২০২১ থেকে ২৭-ফেব্রুয়ারি-২০২১
আপনার এই সপ্তাহ:
শরীরের কোনও অংশে আঘাত লাগার সম্ভাবনা। বাড়তি কোনও কথা বাড়িতে বিবাদ আনতে পারে। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা থাকবে। অভিনয় নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের জন্য ভাল সময়। ব্যবসার ক্ষেত্রে ভাল কাজের সুযোগ আসতে পারে। আর্থিক ব্যপারে বাড়িতে কোনও চিন্তা বাড়তে পারে। দাঁতের কোনও সমস্যা বৃদ্ধি।
সপ্তাহের শেষের দিকে পরের উপকার করে সম্মান প্রাপ্তি। কর্মস্থলে চুপ করে থেকে নিজের কাজ হাসিল করাই শ্রেয়। মায়ের কাছ থেকে সম্পত্তি্র প্রাপ্তযোগ। সপরিবারে বায়পথে ভ্রমণের পরিকল্পনা হতে পারে।
[…] সাপ্তাহিক রাশিফল […]