আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গেছে টিম ইন্ডিয়া। যার মধ্যে ইতিমধ্যেই দুটি ম্যাচে ভারতীয় দল জয়লাভ করে বেশ খানিকটা এগিয়ে গেছে। আর তার সাথে এবার এশিয়া কাপের আগে তিন ফরম্যাটের ব়্যাঙ্কিং ঘোষণা করেছে আইসিসি (ICC Rankings)। কয়েকদিনের মধ্যেই শুরু এশিয়া কাপ। তারপর ৫০ ওভারের বিশ্বকাপের মহাযুদ্ধ। তাই ওডিআই ফরম্যাটের ব়্যাঙ্কিংয়ের দিকেই নজর বেশি। ওডিআই ফরম্যাটে ব্যাটারদের ক্রমতালিকায় উন্নতি হয়েছে দেশের তরুণ ওপেনার শুভমন গিলের।
পঞ্চম স্থানে ছিলেন গিল। একধাপ উপরে চতুর্থ স্থানে উঠে এসেছেন গিল (Shubman Gill)। ৭৪৩ রেটিং পয়েন্ট নিয়ে এইমুহূর্তে মেন ইন ব্লু-র সেরা ব্যাটার তিনি। ২০২৩ সালে গিলের ব্যাট থেকে রানের ফুলঝুরি ছুটেছে। এখনও পর্যন্ত খেলা ১২টি ম্যাচে তিনটি শতরান এবং দুটি অর্ধশতরানের সাহায্যে ৭৫০ রান করেছেন। যার মধ্যে ২০৮ রান সর্বাধিক স্কোর। প্রথম দশে গিল ছাড়াও রয়েছেন বিরাট কোহলি। অর্থাৎ কিং এবং প্রিন্স উভয়ই ব্যাটারদের প্রথম দশে জায়গা করে নিয়েছেন। কোহলি রয়েছেন তালিকার ৯ নম্বরে। রেটিং পয়েন্ট ৭০৫। ক্যাপ্টেন রোহিত শর্মা রয়েছে ১১তম স্থানে।
ভারতীয়দের মধ্যে টি ২০ ব়্যাঙ্কিংয়ে পয়লা নম্বর স্থান ধরে রেখেছেন সূর্যকুমার যাদব। আয়ার্ল্যান্ড সফরে প্রত্যাবর্তন হয়েছে জসপ্রীত বুমরার। তাঁদের নেতৃত্বে প্রথম দুটি টি ২০ ম্যাচ জিতেছে ভারত। কুড়ি বিশে বোলারদের তালিকায় বুমরা রয়েছেন ৮৪ নম্বরে।১৭ ধাপ উপরে উঠে এসে ৬৪ নম্বরে ঠাঁই হয়েছে রবি বিষ্ণোইয়ের। টি ২০তে ১৪৩ থেকে ৮৭ নম্বরে উঠে এসেছেন ঋতুরাজ গায়কোয়াড়। টেস্টে স্পিনারদের তালিকায় রবিচন্দ্রন অশ্বিন এবং অলরাউন্ডারদের তালিকায় রবীন্দ্র জাডেজা শীর্ষে রয়েছেন।
আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলছে পাকিস্তান। প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছেন বাবরা। তারপর দিনই প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে পাক ক্রিকেটারদের উত্থান চোখে পড়ার মতো। ওডিআই ব্য়াটারদের তালিকার শীর্ষস্থানে রয়েছেন ক্যাপ্টেন বাবর আজম। ইমাম উল হক রয়েছেন তৃতীয় স্থানে। সব মিলিয়ে বাবর ইমাম উল হকের মত সিনিয়র প্লেয়াররা আফগানিস্তান, জিম্বাবুয়ের মতো দলগুলোর সাথে খেলে নিজেদের রেংকিং বুস্ট করতে এক্সপার্ট হয়ে গেছেন এমনটাই বলা যায়।
সামনেই রয়েছে এশিয়া কাপ যেখানে মুখোমুখি হবে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশের মতো দলগুলি।