বিশ্বকাপের শুরুর আগেই বড় ধাক্কা খেল পাকিস্তান। শুক্রবার হায়দরাবাদে প্রস্তুতি ম্যাচে বড় রানের ইনিংস খেলার পরেও নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হারল তারা। এদিন প্রথমে ব্যাট করে প্রায় সাড়ে তিনশোর কাছাকাছি রান তুলেছিলেন বাবর আজমরা। কিন্তু কিউয়িদের আটকাতে পারলেন না পাক বোলাররা। নাসিম শাহ চোটের কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছেন। শাহিন শাহ আফ্রিদি এদিন খেলেননি। বাকি বোলাররা প্রভাবই ফেলতে পারলেন না। যে কারণে বড় রান করেও হারতে হল পাকিস্তানকে। ৩৮ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুড়ে ফেলে নিউজিল্যান্ড।
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাবর আজম। ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো করেনি পাকিস্তান। ইমাম উল হক (১) এবং আবদুল্লাহ শফিক (১৪) রান পাননি। কিন্তু অভিজ্ঞ দুই ব্যাটার বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান শক্ত হাতে হাল ধরেন। মহম্মদ রিজওয়ানের সেঞ্চুরি এবং অধিনায়ক বাবরের ৮০ রানের দৌলতে বড় রানের স্কোর করে পাকিস্তান। সেই সঙ্গে সাউদ শাকিলও ৫টি চার এবং ৪টি ছয়ের সাহায্যে ৫৩ বলে ৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ৮টি চার এবং ২টি ছক্কার সাহায্য বাবর ৮৪ বলে ৮০ করে আউট হলেও, রিজওয়ান ৯৪ বলে ১০৩ রান করেন।
মারেন ৯টি চার এবং ২টি ছক্কা। তার পরে রিটায়ার্ড আউট হয়ে বাকিদের খেলার সুযোগ করে দেন তিনি। ৫ উইকেট হারিয়ে নির্দিষ্ট ৫০ ওভারে ৩৪৫ রান করে পাকিস্তান।নিউজিল্যান্ডের মিচেল স্যান্টানার ২ উইকেট নেন। এছাড়া ম্যাট হেনরি, জেমস নিশাম, লকি ফার্গুসন ১টি করে উইকেট নেন।৩৪৬ রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই ফিরে যান ডেভন কনওয়ে। হাসান আলির বলে তিনি ফেরেন শূন্য রানে। এর পরে আর এক ওপেনার রাচিন রবীন্দ্র ঝড় তোলেন। সঙ্গত করেন কেন উইলিয়ামসন। হাঁটুর অস্ত্রোপচারের পর এই প্রথম কোনও ম্যাচ খেললেন উইলিয়ামসন।
পুরোপুরি সেরে না ওঠা কিউয়ি অধিনায়ক বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শুধু ব্যাটিংই করতে নেমেছিলেন। দীর্ঘ দিন পর ব্যাটিং করতে নেমে ৫০ বলে ৫৪ রানের নির্ভরযোগ্য একটি ইনিংস খেলে উইলিয়ামসন দুরন্ত প্রত্যাবর্তন করেন। হাফসেঞ্চুরির পর রিটায়ার্ড আউট হন উইলিয়ামসন। তার আগেই অবশ্য ১৬টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ৭২ বলে ৯৭ রানের ঝোড়ো একটি ইনিংস খেলে সাজঘরে ফিরে গিয়েছিন রাচিন রবীন্দ্র।এর পর ড্যারিল মিচেল এবং মার্ক চ্যাপম্যান কিউয়ি ইনিংস টেনে নিয়ে যান।
দু’জনেই অর্ধশতরান করেন। চারে নেমে ড্যারিল ৫৭ বলে ৫৯ রান করে স্বেচ্ছায় মাঠ ছাড়েন। মার্ক চ্যাপম্যান অবশ্য ৪১ বলে ৬৫ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে সাজঘরে ফেরেন। জিমি নিশাম ২১ বলে ৩৩ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।