১৫৩ বলে ২৪৪,তাণ্ডব চালিয়ে রোহিত কোহলিদের পিছনে ফেলে,১০টি রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন পৃথ্বী শ!

ভারতীয় দলে তাকে জায়গা দেওয়া হয় না তিনি অনেক রকম ভাবে পারফরম্যান্স করে সিলেক্টারদের খুশি করার চেষ্টা হলেও তিনি ভারতীয় দলে ব্রাত্য। তবে সুযোগ পেতেই ছুটে গিয়েছেন ইংল্যান্ডের কাউন্টিতে আর সেখানে গিয়ে এই ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ইতিহাস করলেন পৃথ্বী শ। বুধবার নর্দাম্পটনশায়ারের হয়ে সামারসেটের বিরুদ্ধে ওয়ান ডে কাপের ম্যাচে ২৪৪ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেন পৃথ্বী শ। সেই সুবাদে তিনি গড়ে ফেলেন অন্তত ১০টি ব্যক্তিগত নজির। চোখ রাখা যাক তালিকায়।

১. লিস্ট-এ ক্রিকেটে নিজের কেরিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের নজির গড়েন পৃথ্বী। এর আগে ২০২১ সালে বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে পুদুচেরির বিরুদ্ধে ২২৭ রান করে অপরাজিত ছিলেন পৃথ্বী। এতদিন সেটাই ছিল ৫০ ওভারের ক্রিকেটে তাঁর সেরা পারফর্ম্যান্স।২. ইংল্যান্ডের ওয়ান ডে কাপে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েন পৃথ্বী। তিনি ভেঙে দেন ওলি রবিনসনের নজির। ২০২২ সালে কেন্টের বিরুদ্ধে ২০৬ রানের অনবদ্য ইনিংস খেলেন রবিনসন।৩. ইংল্যান্ডের লিস্ট-এ ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যক্তিগত ইনিংস খেলেন পৃথ্বী। ২০০২ সালে সারের হয়ে অলি ব্রাউন সেল্টেনহ্যাম অ্যান্ড গ্লস্টার ট্রফিতে গ্ল্যামারগনের বিরুদ্ধে ২৬৮ রান করেন। তালিকায় তাঁর পরেই জায়গা করে নেন পৃথ্বী।

৩. সার্বিকভাবে ৫০ ওভারের ক্রিকেটে সব থেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংস খেলা ব্যাটসম্যানদের তালিকায় ছয় নম্বরে জায়গা করে নেন পৃথ্বী শ। লিস্ট-এ ক্রিকেটে তাঁর থেকে বেশি রান করেছেন কেবল নারায়ণ জগদীশান (২৭৭), অলি ব্রাউন (২৬৮), রোহিত শর্মা (২৬৪), ডার্সি শর্ট (২৫৭) ও শিখর ধাওয়ান (২৪৮)।৪. রোহিত শর্মার পরে দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে ৫০ ওভারের ক্রিকেটে একাধিক ডাবল সেঞ্চুরি করেন পৃথ্বী শ।৫. চেতেশ্বর পূজারার পরে দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডে কাপে ১৫০ রানের গণ্ডি টপকান পৃথ্বী।৬. প্রথম ব্যাটার হিসেবে ২টি আলাদা দলের (মুম্বই ও নর্দাম্পটনশায়ার) হয়ে লিস্ট-এ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করলেন পৃথ্বী শ।

৭. প্রথম ক্রিকেটার হিসেবে ৫০ ওভারের ফর্ম্যাটে ২টি আলাদা দেশে (ভারত ও ইংল্যান্ডে) ডাবল সেঞ্চুরি করেন পৃথ্বী।৮. নর্দাম্পটনশায়ারের হয়ে লিস্ট-এ ক্রিকেটে সব থেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েন পৃথ্বী।৯. একটি লিস্ট-এ ইনিংসে তৃতীয় সর্বোচ্চ বাউন্ডারি মারা ক্রিকেটারে পরিণত হন পৃথ্বী।১০. দেশের বাইরে লিস্ট-এ ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলা ভারতীয় ব্যাটারে পরিণত হন পৃথ্বী। শিখর ধাওয়ান ২৪৮ রান করেন প্রিটোরিয়ায়।

উল্লেখ্য, বুধবার নর্দাম্পটন কাউন্টি গ্রাউন্ডে ১৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৮১ বলে ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকান পৃথ্বী শ। দ্বিশতরানের গণ্ডি টপকাতে পৃথ্বী খরচ করেন মোটে ১২৯টি বল। সাহায্য নেন ২৪টি চার ও ৮টি ছক্কার। শেষমেশ ২৪৪ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি। ১৫৩ বলের মারকাটারি ইনিংসে পৃথ্বী ২৮টি চার ও ১১টি ছক্কা মারেন।