নিজের গাড়ির চালকের সঙ্গে নাকি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন চন্দনা বাউরি (Chandana Bauri)। বাঁকুড়ার শালতোড়ার BJP বিধায়কের বিরুদ্ধে ই বিস্ফোরক অভিযোগের ঘটনায় সরগরম এলাকা। জানা গিয়েছে, স্বামী-স্ত্রীর ঝামেলা গড়িয়েছে থানা পর্যন্ত। এরপরই একাধিক জলঘোলা শুরু হয় বিষয়টি নিয়ে। থানাতেও যেতে দেখা যায় বিধায়ককে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন BJP বিধায়ক।
সূত্রের খবর, BJP বিধায়ক চন্দনা বাউরির পরিবারে গাড়ির চালকের সঙ্গে সম্পর্ক নিয়ে রটে গিয়েছিল শালতোড়া এলাকায়।একজন বিধায়কের সম্পর্কে এই ধরণের খবর রটে যেতেই শোরগোল পড়ে যায় বিধানসভা এলাকায়। বৃহস্পতিবার সকালে বিধায়ককে গঙ্গাজলঘাটি থানায় যেতে দেখা যায়। সঙ্গে ছিলেন তাঁর স্বামী ও সন্তানরা। কিছুক্ষণের মধ্যেই চন্দনা বাউরি মুখ ঢাকা অবস্থায় থানা থেকে বেরিয়ে যান। বিতর্ক চরমে পৌঁছলে নিজেই মুখ খোলেন চন্দনা।
ফেসবুকে ভিডিয়ো পোস্ট করে তিনি বলেন, ‘যে সব তথ্য আমার বিষয়ে রটানো হচ্ছে, তা সম্পূর্ণ অপপ্রচার। বিরোধী দলের তরফে এই ধরণের কুৎসা রটানো হচ্ছে। আমার পারিবারিক সমস্যা আমি থানায় মিটিয়ে এসেছি। আমি চিরকাল শালতোড়ার মানুষের সঙ্গেই থাকব। মানুষকে অনুরোধ এই কুৎসায় কান দেবেন না।’
চন্দনার আরও অভিযোগ, ‘এর আগেও আমার নামে একাধিক অপপ্রচার চালিয়েছে বিরোধীরা। আমার নামে নিখোঁজ পোস্টার দেওয়া হয়েছে। আমার বেতন ৮২ হাজার টাকা বলে গুজব রটানো হয়েছে। কিন্তু, এগুলি সবই মিথ্যে।’
Stay on top of news.