‘যারা আমার নামে কুৎসা রটাচ্ছে তাদের বলছি, গরীব হতে পারি কিন্তু ভীতু নই’:ঘুরে দাঁড়ালেন চন্দনা

বিগত কিছুদিন ধরে বাঁকুড়ার শালতরা বিধানসভার বিধায়ক চন্দনা বাউরি কে নিয়ে বিভিন্ন ধরনের কথা উঠে আসে। বেশ কিছু খবরের চ্যানেল দাবি করে তার ড্রাইভারের সাথে তার সম্পর্কের কথা, বেশ কিছু চ্যানেল এটিও দাবি করেন যে তার ড্রাইভার এই সমস্ত চাপ সহ্য করতে পারছেন না তাই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। সব মিলিয়ে চারিদিক দিয়ে বিভিন্ন ধরনের বানানো বা সাজানো গল্প দিয়ে চন্দনা কে ঘিরে ফেলা হয়েছে বলেই জানান তিনি।

তিনি প্রথম থেকেই দাবি করে আসছেন যে তার সম্পর্কিত যে সমস্ত গুজব ছড়ানো হচ্ছে সেগুলো কোনোটিই সত্যি নয় এবং তাকে বদনাম করার জন্যই কিছু মানুষ এই কাজটি করছে। তিনি বেশ কিছু বেসরকারি নিউজ চ্যানেলের নাম করে জানান যে তিনি তাদের সঙ্গে যোগাযোগ করেছেন এসব গুজব ছড়ানো বন্ধ করার জন্য।

আর এবার এই ঘটনাকে কেন্দ্র করে বার্তা দিলেন তিনি সেই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে যারা তার নামে অপপ্রচার চালাচ্ছেন। নিচে রইলো তার ভিডিও

তিনি পরিষ্কার জানিয়েছেন যে তিনি আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য হবেন যদি না তার বিরুদ্ধে কুৎসা রটানো বন্ধ করা হয়।

stay on top of news.