শোয়েব মালিক এবার ট্রোলের স্বীকার হলেন। সোশ্যাল মিডিয়াতে চরম ট্রোল হলেন সানিয়া মির্জার স্বামী পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। ওয়েস্ট ইন্ডিজে চলছে CPL অর্থাৎ ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ। আর সেখানেই হাস্যকর কান্ড ঘটিয়ে বসলেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
ম্যাচটিতে বারোটি বল খেলে মাত্র 5 রান করেন প্রাক্তন পাকিস্তানি ক্যাপ্টেন। কিন্তু ভক্তরা এটা খুঁজে বের করতে দেরি করেনি যে তার জুতোর পিছনে একটি চামচ লেগে আছে যেটা চিনি নোটিশ পর্যন্ত করেননি। নিচে রইল সেই হাস্যকর ভিডিওটি
বর্তমানে শোয়েব মালিকের সময় খুব একটা ভালো চলছে না, একদিকে যেমন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তিনি ফর্মে নেই অপরদিকে তাকে এবং সরফরাজ আহমেদ কে ছাড়াই পাকিস্তান তাদের T20 বিশ্বকাপের টিম ঘোষণা করেছে।
সব মিলিয়ে একটি বিতিকিচ্ছিরি ব্যাপারে স্বীকার হয়েছেন শোয়েব মালিক।
Stay on top of news.