IPL ইতিহাসের ‘তৃতীয় সর্বোচ্চ’ দলগত ইনিংস চেন্নাইয়ের, ধোনিরা টপকালেন ১০ বছরের নজির!

সোমবার চিন্নাস্বামীতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আইপিএল ২০২৩-র ম্যাচে ৬ উইকেটে ২২৬ রানের বিশাল ইনিংস গড়ে তোলে চেন্নাই সুপার কিংস। আইপিএলের ইতিহাসে এটি তাদের তৃতীয় সর্বোচ্চ দলগত ইনিংস। যদিও চ্যাম্পিয়ন্স লিগ টি-২০-র হিসাব ধরলে এটি সব টুর্নামেন্ট মিলিয়ে সিএসকের চতুর্থ সর্বোচ্চ দলগত ইনিংস।

২০১০ সালে চেন্নাইয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৫ উইকেটের বিনিময়ে ২৪৬ রান তোলে সিএসকে। আইপিএল তথা সব ধরনের টুর্নামেন্টে এটি চেন্নাই সুপার কিংসের সব থেকে বেশি রানের দলগত ইনিংসের রেকর্ড। সেই ম্যাচে মুরলি বিজয় ৫৬ বলে ১২৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।

২০১৪ সালে বেঙ্গালুরুতে ডলফিনসের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ টি-২০’র ম্যাচে চেন্নাই সুপার কিংস ৬ উইকেটে ২৪২ রান তোলে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে সিএসকের এটি দ্বিতীয় সর্বোচ্চ দলগত ইনিংস। সেই ম্যাচে সুরেশ রায়না ৪৩ বলে ৯০ রান করে মাঠ ছাড়েন।

২০০৮ সালে মোহালিতে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে সিএসকে ৫ উইকেটের বিনিময়ে ২৪০ রান তোলে। আইপিএলে এটি চেন্নাইয়ের দ্বিতীয় সর্বোচ্চ তথা সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ দলগত ইনিংস। সেই ম্যাচে মাইক হাসি ৫৪ বলে ১১৬ রান করে অপরাজিত থাকেন।

২০১৩ সালে হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩ উইকেটে ২২৩ রান তোলে চেন্নাই সুপার কিংস। আইপিএলের ইতিহাসে সিএসকের সেটি চতুর্থ সর্বোচ্চ দলগত ইনিংস। সেই ম্যাচে সুরেশ রায়না ৫২ বলে ৯৯ রান করে অপরাজিত থাকেন। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে সেটি চেন্নাইয়ের পঞ্চম সর্বোচ্চ দলগত ইনিংস।