সেঞ্চুরি করেও ম্যাচ জেতাতে না পেরে চোখে জল নিয়ে যা বললেন শুভমান গিল,স্যালুট নেটিজেনদের

টিম ইন্ডিয়া কে জেতানোর সবরকম চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হয়েছেন, দুরন্ত একটি সেঞ্চুরি করা সত্ত্বেও ভারতীয় দলকে জেতার জন্য সেটা যথেষ্ট ছিল না তার কারণ তিনি ছাড়া আর অন্য কোন ভারতীয় ব্যাটসম্যান দাঁড়িয়ে থাকতে পর্যন্ত পারেনি। প্রথম সারির ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া পর্যন্ত ঠিক ছিল তবে যাকে তাকে নিয়ে ওয়ানডে দল বানানো কতটা সমস্যার হতে পারে সেটা অন্তত ভারতীয় দল বুঝতে পেরেছে। তবে শুভমন গিলের সেঞ্চুরি নিয়ে উঠছে অনেক প্রশ্ন।

শুভমান সেঞ্চুরি করেছেন অবশ্যই ভারতীয় দলকে তিনি জেতানোর চেষ্টা করেছেন তবে শেষ পর্যন্ত তার সেঞ্চুরি এসেছে পরাজিত সাইডে। এখনো অসংখ্য ক্রিকেট ভক্ত প্রশ্ন তুলতে শুরু করেছেন যে তার ইনিংস অনেক স্লো ছিল এবং তিনি অনেক বেশি বল খেলেছেন যার জন্য ভারতীয় দলের উপর অনেক চাপ বেড়েছে এবং একের পর এক উইকেট হারাতে থেকেছে ভারতীয় দল। অনেক ক্রিকেট ভক্ত তার বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন। তবে এই সমস্ত অভিযোগ আসার আগেই তিনি উত্তর জানিয়ে দিয়েছেন।

ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার জানাচ্ছেন যে ব্যাটিং করা মোটেও সহজ ছিল না কারণ বল অনেক ফেঁসে আসছিল এবং অনেক দেরিতে আসছিল, এরকম একটা কঠিন পিচের উপর প্রথম থেকেই ভারত একের পর এক উইকেট হারাতে থাকে তাই পার্টনারশিপ করাটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল এবং সেই কারণেই তিনি ধীরে খেলেছেন যাতে অন্তত নিজের দিক থেকে আর উইকেট না পড়ে। তার ধীরে খেলার কারণটা অবশ্যই কঠিন পিচের উপর ভারতীয় দল যাতে একটা পার্টনারশিপ তৈরি করতে পারে সেটা।।

পাশাপাশি তিনি আরো জানাচ্ছেন যে তার উচিত ছিল এই ম্যাচটা শেষ করে আসার এবং যেহেতু তিনি দায়িত্ব নিয়ে একটা লম্বা ইনিংস খেলেছেন সুতরাং ম্যাচ শেষ করাটাও তারই দায়িত্ব এবং ম্যাচ শেষ করতে না পেরে তিনি অত্যন্ত দুঃখ পেয়েছেন। যদিও অনেক ক্রিকেট ভক্ত তার এই ইনিংসকে স্বার্থপর ইনিংস বলে দাবি করেছেন যা রীতিমতো অনেক প্রশ্ন তুলে দেয়। যদি শুভমান গিলের এই স্বার্থপর ইনিংসের কথা বাদ দেওয়া হয় সেক্ষেত্রেও তাহলে কোন ভারতীয় ব্যাটসম্যান কত রান করেছে সেটা যদি দেখতে যাওয়া হয় তাহলে রীতিমতো ও চমকে যেতে হবে। অক্ষর প্যাটেল অনবদ্য ব্যাটিং করেছেন তাছাড়া আর কোন ভারতীয় ব্যাটসম্যান কে আদৌ ফর্মে আছে বলে মনে হয়নি।

এরকম পরিস্থিতিতে যখন একের পর এক উইকেট পড়ে যাচ্ছে সূর্য কুমারের মতো ব্যাটসম্যানরা পিচে দাঁড়িয়ে থাকতে পারছেন না, এরকম সময় ডিফেন্সিভ খেলাটা কতটা ঠিক বা কতটা ভুল। সেই প্রশ্ন উঠতেই পারে, তবে গিল যে আজকে স্লো খেলেছেন সেই নিয়ে কোন সন্দেহ নেই।

তার এত স্লো খেলার প্রয়োজনীয়তাও ছিল সেটাও বলা যায়, তবে ম্যাচ শেষ করে আসাটা তার দায়িত্ব ছিল। যেটা তিনি সম্পূর্ণ করতে পারেননি।