ভারত হারলেও বাবর আজমের ঐতিহাসিক রেকর্ড ভেঙে ইতিহাস বললেন শুভমান গিল !

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলছে আপাতত ওয়ানডে সিরিজ তবে তার মধ্যে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দল ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ভারতীয় দলের প্রত্যাবর্তন করছেন ভারতের নাম্বার ওয়ান বোলার। প্রায় এক বছর পরে ভারতীয় দলে ফিরলেন জসপ্রীত বুমরাহ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে তাঁকে রাখা হয়েছে শুধু তাই নয়, চোট সারিয়ে দলে ফেরার পর তাঁকে একেবারে অধিনায়ক করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নয়া নির্বাচক। রুতুরাজ গায়কোয়াড়কে বুমরাহের ডেপুটি করা হয়েছে। যিনি এশিয়ান গেমসে ভারতের দ্বিতীয় সারির দলের নেতৃত্ব দেবেন। বুমরাহ না থাকলে সম্ভবত আয়ারল্যান্ড সিরিজেও ভারতীয় দলের অধিনায়ক হতেন চেন্নাই সুপার কিংসের (সিএসক) ওপেনারই। যা থেকে স্পষ্ট যে রুতুরাজকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে তৈরি করা হচ্ছে।

তারইমধ্যে এশিয়ান গেমসের পরে আয়ারল্যান্ড সিরিজের জন্যও কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) রিঙ্কু সিংকে ভারতীয় দলে রাখা হয়েছে। সেইসঙ্গে বাংলা থেকে সুযোগ পেয়েছেন শাহবাজ আহমেদ এবং মুকেশ কুমার। এমনিতে ৫০ ওভারের বিশ্বকাপের বছরে তিন ম্যাচের আয়ারল্যান্ড সিরিজের উপর এত লাইমলাইট পড়ত না, যদি না সেই সিরিজের মধ্যে দিয়েই ভারতীয় দলে বুমরাহের প্রত্যাবর্তন হত। যিনি গত বছর সেপ্টেম্বরে শেষ পেশাদারি ম্যাচ খেলেছিলেন। চোটের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইপিএল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মতো মেগা টুর্নামেন্টে নামতে পারেননি। মার্চে পিঠের অস্ত্রোপচারও হয়েছিল।

সেই পরিস্থিতিতে অনুমান করা হয়েছিল যে এশিয়া কাপের (আগামী ৩০ অগস্ট থেকে শুরু) আগে ভারতীয় দলে ফিরতে পারবেন না বুমরাহ। তবে যতটা আশা করা হয়েছিল, তার থেকেও দ্রুত সুস্থ হয়ে ওঠার বুমরাহকে আয়ারল্যন্ড সফরেই পরীক্ষা করে নিচ্ছে ভারতীয় বোর্ড। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় বুমরাহ কতটা ধকল সইতে পারবেন, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সটান ১০ ওভার করার পরিবর্তে চার ওভার করে ম্যাচ ফিট হয়ে ওঠার সুযোগ পাচ্ছেন তিনি। তবে উদ্বেগও আছে।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল: জসপ্রীত বুমরাহ (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), জিতেশ শর্মা (উইকেটকিপার), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, প্রসিধ কৃষ্ণা, আর্শদীপ সিং, মুকেশ কুমার এবং আবেশ খান।

এত বড় কাটিয়ে ফেরার পর বুমরাহ কেমন ছন্দে থাকবেন, তাঁর বলের গতি কমে যাবে কিনা, আগের মতো কার্যকরী থাকবেন কিনা, তা নিয়েও প্রশ্ন আছে। আর সেইসব যাবতীয় প্রশ্নের জন্য আপাতত আয়ারল্যান্ড সিরিজের দিকেই তাকিয়ে আছেন ভারতের ক্রিকেট সমর্থকরা।