১ নম্বরে সূর্যকুমার,সেরা ১০ ব্যাটসম্যান ও বোলারের তালিকা প্রকাশ,চমকে দিল হার্দিক পান্ডিয়া!

টি-২০ বিশ্বকাপের পারফর্ম্যান্সের নিরিখে ব্যক্তিগত আইসিসি ব়্যাঙ্কিংয়ে হেরফের হয়েছে বিস্তর। যদিও প্রথম দশের তালিকায় বড়সড় কোনও রদবদল হয়নি। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং, তিন বিভাগের ব্যক্তিগত টি-২০ ব়্যাঙ্কিং তালিকার শীর্ষে রয়েছেন যথাক্রমে সূর্যকুমার যাদব, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও শাকিব আল হাসান। অর্থাৎ, আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী সূর্যকুমার এই মুহূর্তে বিশ্বের সেরা টি-২০ ব্যাটসম্যান। বিশ্বের এক নম্বর টি-২০ বোলার হলেন হাসারাঙ্গা এবং সেরা অল-রাউন্ডার হলেন শাকিব। তবে সবাইকে চমকে দিয়েছেন হার্দিক ও বিরাট কোহলি।

ভারতীয়দের মধ্যে বিরাট কোহলি রয়েছেন ব্যাটসম্যানদের তালিকার ১১ নম্বরে। লোকেশ রাহুল ও রোহিত শর্মা অবস্থান করছেন যথাক্রমে ১৭ ও ১৮ নম্বরে। বোলারদের প্রথম দশে ভারতের কেউ নেই। ভুবনেশ্বর কুমার রয়েছেন বোলারদের তালিকার ১৪ নম্বরে। অশ্বিন ও অর্শদীপ রয়েছেন যথাক্রমে ২১ ও ২২ নম্বরে। টি-২০ অল-রাউন্ডারদের তালিকার তিন নম্বরে রয়েছেন হার্দিক পান্ডিয়া। দেখে নেওয়া যাক ব্যাটিং, বোলিং ও অল-রাউন্ডারদের সেরা দশের তালিকা।

আইসিসির সেরা দশ টি-২০ ব্যাটসম্যান:-১. সূর্যকুমার যাদব২. মহম্মদ রিজওয়ান৩. বাবর আজম৪. ডেভন কনওয়ে৫. এডেন মার্করাম৬. ডেভিড মালান৭. রিলি রসউ৮. গ্লেন ফিলিপস৯. অ্যারন ফিঞ্চ১০. পাথুম নিশঙ্কা

আইসিসির সেরা দশ টি-২০ বোলার:-১. ওয়ানিন্দু হাসারাঙ্গা২. রশিদ খান৩. আদিল রশিদ৪. জোশ হ্যাজেলউড৫. স্যাম কারান৬. তাবরাইজ শামসি৭. অ্যাডাম জাম্পা৮. মুজিব উর রহমান৯. এনরিখ নরকিয়া১০. মাহিশ থিকসানা

আইসিসির সেরা দশ টি-২০ অল-রাউন্ডার:-১. শাকিব আল হাসান২. মহম্মদ নবি৩. হার্দিক পান্ডিয়া৪. সিকন্দর রাজা৫. জেজে স্মিত৬. ডেভিড ওয়াইজ৭. ওয়ানিন্দু হাসারাঙ্গা৮. সিয়ান উইলিয়ামস৯. মার্কাস স্টইনিস১০. মইন আলি