এরকম স্টান্ট কোন মেয়ে তো দূরের কথা কোন ছেলের পক্ষেই এরকম পোশাক পড়ে করা খুবই কঠিন।সম্প্রতি তার ভিডিওগুলি সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিয়েছে। তার আরেকটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, অসমতল জায়গায় তিনি একের পর এক ফ্রন্ট ফ্লিপ মারছেন।
তার এই ভিডিও ভাইরাল হয়ে গেছে ফেসবুক টুইটার ইউটিউব সব জায়গায়। সম্প্রতি পারুল অরোরা’ নামে আরেক ফিটনেস মহিলার ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়া।
পারুল ন্যাশনাল স্বর্ণপদক প্রাপ্ত, শাড়ি পড়ে তার স্টান্ট কাঁপিয়ে দিয়েছিল সোশ্যাল মিডিয়া।আজকালকার দিনে মেয়েরাও সমান তালে ছেলেদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে এই মহিলারাই তার প্রমান। পারুল ও মিলি মহিলাদের কাছে এক বড় অনুপ্রেরণা।তাদের কার্যকলাপ প্রতিটি মহিলাকে অনুপ্রাণিত করছে।
নাচ তার পছন্দের কাজের মধ্যে একটি। জিমন্যাস্ট এর ভিডিও ছাড়াও অনেক নাচের ভিডিও শেয়ার করেন তিনি। ভিডিও গুলি তুমুল ভাইরাল হয়।