সানরাইজার্স হায়দরাবাদকে হারানোর পরেও, লিগ টেবলের লাস্টবয় হয়েই থাকল দিল্লি ক্যাপিটালস। তবে তারা ৭ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করে অক্সিজেন পেয়েছে। পাশাপাশি দিল্লি জেতায় আরও চাপ বাড়ল কলকাতা নাইট রাইডার্সের। কারণ তাদেরও পয়েন্ট ৭ ম্যাচে ৪। ক্রমশ নীচে নামছে কলকাতার টিম। আর একটি হার তাদের আরও তলানিতে পাঠাবে। হায়দরাবাদ-দিল্লি ম্যাচের পর অবশ্য পয়েন্ট টেবল এবং অরেঞ্জ ও পার্পল ক্যাপের তালিকায় খুব বেশি পরিবর্তন হয়নি।
এক ঝলকে দেখে নিন আপডেটেড পয়েন্ট টেবল:
- ১) টিম- চেন্নাই সুপার কিংস, ম্যাচ: ৭, জয়: ৫, পরাজয়: ২, ড্র: ০, পয়েন্ট: ১০, নেট রানরেট: ০.৬৬২
- ২) টিম- রাজস্থান রয়্যালস, ম্যাচ: ৭, জয়: ৪, পরাজয়: ৩, ড্র:০, পয়েন্ট: ৮, নেট রানরেট: ০.৮৪৪
- ৩) টিম- লখনউ সুপার জায়ান্টস, ম্যাচ: ৭, জয়: ৪, পরাজয়: ৩, ড্র:০, পয়েন্ট: ৮, নেট রানরেট: ০.৫৪৭
- ৪) টিম- গুজরাট টাইটান্স, ম্যাচ: ৬, জয়: ৪, পরাজয়: ২, ড্র:০, পয়েন্ট: ৮, নেট রানরেট: ০.২১২
- ৫) টিম- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ম্যাচ: ৭, জয়: ৪, পরাজয়: ৩, ড্র:০, পয়েন্ট: ৮, নেট রানরেট: -০.০০৮
- ৬) টিম- পঞ্জাব কিংস, ম্যাচ: ৭, জয়: ৪, পরাজয়: ৩, ড্র:০, পয়েন্ট: ৮, নেট রানরেট: -০.১৬২
- ৭) টিম- মুম্বই ইন্ডিয়ান্স, ম্যাচ: ৬, জয়: ৩, পরাজয়: ৩, ড্র: ০, পয়েন্ট: ৬, নেট রানরেট: -০.২৫৪
৮) টিম- কলকাতা নাইট রাইডার্স, ম্যাচ: ৭, জয়: ২, পরাজয়: ৫, ড্র: ০, পয়েন্ট: ৪, নেট রানরেট: -০.১৮৬
- ৯) টিম- সানরাইজার্স হায়দরাবাদ, ম্যাচ: ৭, জয়: ২, পরাজয়: ৫, ড্র: ০, পয়েন্ট: ৪, নেট রানরেট: -০.৭২৫
- ১০) টিম- দিল্লি ক্যাপিটালস, ম্যাচ: ৭, জয়: ২, পরাজয়: ৫, ড্র: ০, পয়েন্ট: ৪, নেট রানরেট: -০.৯৬১
অরেঞ্জ ক্যাপের আপডেটেড তালিকা:
১) ফ্যাফ ডু’প্লেসি- ফ্যাফ এক নম্বর জায়গাই ধরে রেখেছেন। তিনি আপাতত বাকিদের চেয়ে অনেকটাই এগিয়ে। ৪০০ পার করে গিয়েছেন। ৭ ম্যাচে তাঁর মোট সংগ্রহ এখন ৪০৫ রান। অন্যদের চেয়ে অনেকটাই এগিয়ে ফ্যাফ। সর্বোচ্চ স্কোর ৮৪। গড় ৬৭.৫০। স্ট্রাইকরেট ১৬৫.৩০।
২) ডেভন কনওয়ে- ডেভন কনওয়ে রয়েছেন অরেঞ্জ ক্যাপ তালিকার দুই নম্বরে। ৭ ম্যাচে ৩১৪ করেছেন তিনি। সর্বোচ্চ রান ৮৩। গড় ৫২.৩৩। স্ট্রাইকরেট ১৪৩.৩৭। ৩) ডেভিড ওয়ার্নার– দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার কমলা টুপির লড়াইয়ে তিন নম্বরে রয়েছেন। তাঁর মোট রান এখন ৩০৬। সর্বোচ্চ ৬৫। গড় ৪৩.৭১। স্ট্রাইকরেট ১১৯.৫৩।
৪) বিরাট কোহলি– ৭ ম্যাচে তিনি ২৭৯ রান করে কোহলি রয়েছেন কমলা টুপির তালিকার চারে। তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত ৮২। গড় ৪৬.৫০। স্ট্রাইকরেট ১৪১.৬২।৫) রুতুরাজ গায়কোয়াড়- রুতুরাজ ৭ ম্যাচে ২৭০ রান করে কমলা টুপির তালিকায় পাঁচে জায়গা করে নিয়েছেন। তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত ৯২। গড় ৪৫.০০। স্ট্রাইকরেট ১৪৭.৫৪।