IPL-এ এই প্রথম অচেনা দেশের ক্রিকেটার,যে দেশের কেউ IPL খেলেন নি,খেলবেন ঋদ্ধিমানদের দলে!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩ (IPL 2023) ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে। এবার সারা দেশে ১২টি স্টেডিয়ামে মোট ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে গুজরাট টাইটান্সে খেলতে দেখা যাবে ক্রিকেটে কার্যত অচেনা দেশের একজন ক্রিকেটারকে।২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের পারফরম্যান্স দিয়ে সবার মন জয় করেছিলেন এই খেলোয়াড়। বিশেষ ব্যাপার হল, এই খেলোয়াড়ও নিজের দেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে যোগ দিয়েছেন।

আইপিএল নিলামে ইতিহাস সৃষ্টি করেছিলেন আয়ারল্যান্ডের তারকা খেলোয়াড় জশ লিটল। আইপিএল নিলামে বিক্রি হওয়া আয়ারল্যান্ডের প্রথম খেলোয়াড় তিনি। আইপিএল নিলামে তাঁকে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস ৪.৪০ কোটি টাকায় দলে নিয়েছিল।যদিও তাঁর বেস প্রাইজ ছিল মাত্র ৫০ লক্ষ টাকা। জশ লিটল আইপিএল ২০২৩-এর জন্য ভারতে এসেছেন। গুজরাট টাইটান্স তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জোশ লিটলের একটি ভিডিও শেয়ার করেছে।

২৩ বছর বয়সী জোশ লিটল আয়ারল্যান্ডের হয়ে অনেক ম্যাচ জিতেছেন। দুর্দান্ত বোলার তিনি। এখনও পর্যন্ত আয়ারল্যান্ডের হয়ে ২৫টি ওয়ানডেতে ৩৮টি উইকেট নিয়েছেন তিনি। ৫৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তাঁর ৬২টি উইকেট রয়েছে।২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে লিটল দুরন্ত পারফর্ম করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি মোট ১১টি উইকেট নিয়েছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি।

দেখে নিন গুজরাট টাইটান্স দল- হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), কেন উইলিয়ামসন, অভিনব সাদারাঙ্গানি, আলজারি জোসেফ, বি.জে. সাই সুদর্শন, দর্শন নালকান্দে, ডেভিড মিলার, জয়ন্ত যাদব, ম্যাথিউ ওয়েড, মহম্মদ শামি, নূর আহমেদ, শিবম মাভি, প্রদীপ সাংওয়ান, জোশ লিটল, কেএস ভারত, ওডিন স্মিথ, আর. সাই কিশোর, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, শুভমান গিল, বিজয় শঙ্কর, ঋদ্ধিমান সাহা, যশ দয়াল, উরভিল প্যাটেল, মোহিত শর্মা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩ (IPL 2023) ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে। এবার সারা দেশে ১২টি স্টেডিয়ামে মোট ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। কেকেআর এর প্রথম ম্যাচ ২ এপ্রিল।