ফেব্রুয়ারি 2021
আপনার এই মাস :
মাসের প্রথম দিকে বাড়িতে কিছু অর্থ নষ্ট হতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। বাড়িতে অতিথি আসবে। এ মাসে ভাগ্য উন্নতির সুযোগ মিলতে পারে। কাজের চাপ প্রচুর বাড়বে। অপ্রিয় সত্যি কথা বলবার জন্য অশান্তি। জ্বর জাতীয় রোগ বাড়তে পারে। বাজে কিছু কাজ করবার জন্য এ মাসে পাড়ার লোকের কাছে বদনাম বাড়তে পারে। এ মাসে কোনও রকম ঝুঁকি নেবেন না, বিপদের আশঙ্কা আছে। প্রেমে চিন্তা বাড়বে। সারা মাস খুব ভাল ব্যবহারের দ্বারা কেটে যাবে।
অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে দুর্বলতা আসতে পারে। একটু অর্থাভাব দেখা দিতে পারে। এ মাসে চতুর্যান চালকদের একটু বিপদের ঝুঁকি আছে। বুদ্ধির ভুলে খারাপ কিছু ঘটতে পারে। প্রেমের ব্যাপারে কিছু অপবাদ জুটবে। মাসের শেষের দিকে কর্মস্থানে সুনাম বাড়বে।
[…] মাসিক রাশিফল […]