মনে একরাশ দুঃখ নিয়ে,আবেগপ্রবণ মন্তব্য করে ক্রিকেটকে চিরবিদায় জানালেন মনোজ তিওয়ারি !

শেষ হল ক্রিকেটার মনোজ তিওয়ারির বাইশ গজের যাত্রা। বৃহস্পতিবারই নিজের সোশ্যাল মিডিয়াতে একটি বার্তা লেখেন মনোজ। যেখানে তিনি লেখেন ‘ধন্যবাদ’। ছবিটিতে তাঁকে ভারতীয় জার্সি গায়ে দেখা যাচ্ছে। এই বার্তায় পরেই বাংলা ক্রিকেট মহলে জল্পনা তৈরি হয়। তাহলে কি অবসর নিলেন মনোজ তিওয়ারি? মনোজের এই বার্তার পরে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভক্তদের বার্তা আসতে থাকে। সকলই তাঁকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাতে থাকেন।

মনোজ তিওয়ারি হলেন একজন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার। তিনি একজন আক্রমণাত্মক ডান হাতি ব্যাটসম্যান এবং অতিরিক্ত লেগব্রেক বোলার। তিনি বাংলা ক্রিকেট দল এর হয়ে ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস এর হয়ে প্রতিনিধিত্ব করেছেন। আইপিএল-এর প্রাথমিক পর্বে মনোজ তিওয়ারি দিল্লি ডেয়ারডেভিলস সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। তিনি ভারতীয় প্রিমিয়ার লিগের চতুর্থ সংস্করনে কলকাতা নাইট রাইডার্স এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ছিলেন। সেই বছরে শাহরুখ খানের দলের হয়ে তিনি আইপিএল-ও জিতেছিলেন। এছাড়াও তিনি পঞ্জাব কিংস (তৎকালীন কিংস ইলেভেন পঞ্জাব) ও রাইসিং পুনে সুপার জায়ান্টসের হয়ে আইপিএলে খেলেছিলেন।

২০০৭-০৮ সালের কমনওয়েলথ ব্যাঙ্ক সিরিজে ভারতের জার্সি গায়ে অভিষেক করেছিলেন মনোজ তিওয়ারি। একটি ইনিংসে তিনি মাত্র ২ রান করছিলেন। তিনি ভারতীয় দলের জার্সি গায়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। তবে ভারতীয় দলের জার্সি গায়ে তাঁর যাত্রা খুব একটা দীর্ঘ ছিল না। তবে মনোজ তিওয়ারি বাংলা দলের বহু রা করেছেন। বাংলা ক্রিকেটে মনোজ তিওয়ারি একজন কিংবদন্তি হয়ে থাকবেন। যখনই দরকার হয়েছে তখনই বাংলার দলের জার্সি গায়ে মাঠে নেমে পড়েছিলেন তিনি।

২০২১ সালে, তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলে যোগদান দেন এবং বছরের শেষের দিকে পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচনে তিনি জেতন। বাইশ গজে তিনি যেমন সফল হয়েছিলেন তেমনই রাজনৈতিক জগতেও সফল হয়েছিলেন তিনি। এমন অবস্থায় রাজ্যের প্রতিমন্ত্রী হয়েছিলেন তিনি। মন্ত্রীত্ব সামলেও ক্রিকেটকে ভোলেননি মনোজ তিওয়ারি। মাঝে মাঝেই বাইশ গজে নেমে পড়েন তিনি। কখনও রঞ্জি, কখনও দলীপ ট্রফি সব সময়ে দেখা যায় তাঁকে।

এর মাঝেও বহু বিতর্কের পরেও বারবার নিজেকে প্রমাণ করে বাংলা দলে জায়গা করে নিয়েছিলেন। এবার অবশ্য সেই বাইশ গজকেই আলবিদা জানালেন মনোজ তিওয়ারি। এক কথায় জানালেন নিজের মনের কথা।