এএফসি চ্যাম্পিয়ন্স লিগের (AFC Champions League 2023) সুবাদে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেমার (Neymar Jr), রবার্তো ফির্মিনোরা ভারতে খেলতে আসবেন, এমন সম্ভাবনা ছিলই। সেই সম্ভাবনাই সত্যিই হল। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ‘ডি’-তে নেমারের নতুন ক্লাব আল হিলাল (Al Hilal) ও ভারতের মুম্বই সিটি এফসি (Mumbai City FC) উভয়েই রয়েছে। সেই সূত্রেই আসন্ন মরশুমে ভারতে খেলতে আসবেন ব্রাজিলিয়ান মহাতারকা নেমার।
গত সপ্তাহেই প্যারিস সঁ জরমেঁর থেকে সৌদি আরবের ক্লাব আল হিলালে বিরাট অঙ্কের চুক্তিতে দুই বছরের জন্য সই করেছেন নেমার। তাঁর হালকা চোট থাকায় গত সপ্তাহে তিনি দলের হয়ে মাঠে নামতে পারেননি। তবে নতুন ক্লাবের খেলোয়াড় হিসাবে তাঁকে ওইদিনই এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের সামনে আনা হয়। গতকাল থেকেই নতুন ক্লাবের হয়ে অনুশীলনও শুরু করে দিয়েছেন নেমার। এবার তাঁকে সেই ক্লাবের হয়েই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে ভারতে আসতে হবে।
গত মরশুমে আইএসএল শিল্ড জেতায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণের ছাড়পত্র পেয়ে যায় মুম্বই সিটি এফসি। আল হিলালের হয়ে অবশ্য শুধু নেমার নন, আরও তারকা ফুটবলাদেরও ভারতে খেলতে দেখা যাবে। এদের মধ্যে অন্যতম হলেন আফকন জয়ী সেনেগাল দলের সদস্য কালিদিউ কুলিবালি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জাতীয় দলের সতীর্খ রুবেন নেভেজ়। আল হিলালের পাশাপাশি এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ডি-তে ইরানের এফসি নাস্সাজি মাজ়ানাদ্রান ও উজ়বেকিস্তানের নভভোরও রয়েছে।
১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের লড়াই। মুম্বই সিটি অবশ্য নিজেদের ঘরের মাঠ নয়, বরং পুণেতে নিজেদের ম্যাচগুলি খেলবে। এই টুর্নামেন্টে প্রথমবার ভিএআর উপলব্ধ থাকছে। টুর্নামেন্টের গুণগত মান ও প্রতিযোগিতা বাড়াতে এএফসির তরফে প্রতিটি দলে সর্বোচ্চ বিদেশি খেলোয়াড়দের সংখ্যাও বাড়ানো হয়েছে।
গত বারের রানার্স আপদের বিরুদ্ধে আল হিলালের লড়াইটা কিন্তু সহজ হবে না। তবে সবকিছুকে আপাতত অন্তত ছাপিয়ে যাচ্ছে নেমারের ভারতে খেলতে আসার সম্ভাবনা।