“আমি কোহলির থেকেও বড়ো ব্যাটসম্যান”, বি’স্ফোরক দাবি পাকিস্তানের তারকা ব্যাটসম্যানের!

এই মুহূর্তে বিরাট কোহলি (Virat Kohli) শুধুমাত্র একজনের থেকেই পিছিয়ে বলে মনে করে ক্রিকেট দুনিয়া। তিনি ক্রিকেটের ঈশ্বর সচিন রমেশ তেন্ডুলকর। সচিনের ৪৯টি ওডিআই সেঞ্চুরি থেকে মাত্র তিন কদম দূরে কোহলি। যা এ বছরই হয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ ক্রিকেটপ্রেমী।

কিন্তু এরই মধ্যে এক বিস্ফোরক দাবি করে বসলেন এক ক্রিকেটার। তাঁর দাবি, তিনি কোহলির (Virat Kohli) থেকেও বিরাট মাপের ব্যাটার। কিন্তু নির্বাচকরা বারেবারে উপেক্ষা করেছে তাঁকে। পাকিস্তানের হয়ে ১৬টি টেস্ট, ৭টি ওডিআই এবং ৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অংশ নিয়েছেন ডানহাতি ব্যাটার খুররম মঞ্জুর। তিনি-ই করেছেন এই অভিযোগ।

সম্প্রতি এক ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দেন খুররম। সেখানেই তিনি এই দাবি করেছেন। তিনি বলেন, “আমি কোহলির সঙ্গে নিজের তুলনা করছি না। কিন্তু যদি লিস্ট এ ক্রিকেটের সেরা ১০ বাছতে বসা হয়, তবে আমি এ মুহূর্তে বিশ্বের সেরা। কোহলি আমার পরে থাকবে।” ব্যখ্যা দেন, “লিস্ট এ ফরম্যাটে আমার কনভারশন রেট কোহলির থেকেও ভাল। ও (Virat Kohli) প্রতি ৬টি ইনিংসে সেঞ্চুরি করে। আর আমি প্রতি ৫.৬৮ ইনিংসে। গত ১০ বছরে আমার গড় ৫৩। যা লিস্ট এ ক্রিকেটে পঞ্চম সর্বোচ্চ।”

উল্লেখ্য, লিস্ট এ ক্রিকেটে ১৪৫ ম্যাচে ৫৩.৬৪ গড়ে ৬,৯৭৪ রান করেছেন খুররম। অথচ ২০০৯ সালের পর পাকিস্তানের হয়ে ওডিআই ফরম্যাটে দেখাই যায়নি তাঁকে। খুররম তুলে ধরেছেন এই বঞ্চনার কথা। বলেন, “আমি গত ৪৮ ইনিংসে ২৪টি সেঞ্চুরি করেছি। আর ২০১৫ থেকে এখনও পর্যন্ত যাঁরাই পাকিস্তান দলের হয়ে ওপেন করেছে, তাঁদের মধ্যে শীর্ষ স্কোরার আমি। ন্যাশনাল টি-টোয়েন্টিতে-ও আমি সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সেঞ্চুরি-ও করেছি। তা সত্ত্বেও আমাকে বারবার উপেক্ষা করা হয়েছে। আর কোনও পাকাপোক্ত কারণ এজন্য কেউ দর্শাতে পারেনি আমাকে।”

উল্লেখ্য, লিস্ট এ ক্রিকেটে ১৪৫ ম্যাচে ৫৩.৬৪ গড়ে ৬,৯৭৪ রান করেছেন খুররম। অথচ ২০০৯ সালের পর পাকিস্তানের হয়ে ওডিআই ফরম্যাটে দেখাই যায়নি তাঁকে। খুররম তুলে ধরেছেন এই বঞ্চনার কথা। বলেন, “আমি গত ৪৮ ইনিংসে ২৪টি সেঞ্চুরি করেছি। আর ২০১৫ থেকে এখনও পর্যন্ত যাঁরাই পাকিস্তান দলের হয়ে ওপেন করেছে, তাঁদের মধ্যে শীর্ষ স্কোরার আমি। ন্যাশনাল টি-টোয়েন্টিতে-ও আমি সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সেঞ্চুরি-ও করেছি। তা সত্ত্বেও আমাকে বারবার উপেক্ষা করা হয়েছে। আর কোনও পাকাপোক্ত কারণ এজন্য কেউ দর্শাতে পারেনি আমাকে।”