স্বাধীনতা দিবসে ‘স্বাধীনতা’কে খুন করলো পাকিস্তানীরা, হাসির রোল নেটদুনিয়ায়

১৫ই আগস্ট স্বাধীনতা দিবস ভারতের এবং ঠিক তার আগের দিনে স্বাধীনতা দিবস আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের। আজ 14ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস। কিন্তু সেই নিয়ে হাসির রোল সারা নেটদুনিয়ায়। আর তার কেন্দ্রবিন্দুতে রয়েছে পাকিস্তানের তারকা ক্রিকেটার। নেট দুনিয়া এমনটাও দাবি করছে যে ইংরেজিকে খুন করল পাকিস্তান।

পাকিস্তানি ক্রিকেটার কামরান আকমল বরাবরই নেটদুনিয়ায় খিল্লির পাত্র হয়ে থাকেন এবং তাকে নিয়ে ভীষণভাবে ট্রোল করা হয়। তার সবথেকে বড় কারণ হচ্ছে ভুলভাল ইংরেজি বলা, অর্থাৎ যেখানে ইংরেজিতে কিছু লিখতে হয় তিনি সেখানে ভুলভাল বানান করে লেখেন এবং ভুলভাল ইংরেজি বলেন। আর সেটা এমন চরম সীমায় পৌঁছেছে যে স্বাধীনতা দিবসে স্বাধীনতা শব্দের ইংরেজীটিও তিনি ঠিক করে লিখতে পারেন নি, বানান ভুল করে হাসির খোরাক হলেন নেট দুনিয়ায়।

```

ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতার ইংরেজিটি হল independence, কিন্তু কামরান আকমল কি লিখলেন নিচে তার ছবি রইলো।

সালটা 2021, এত বড় ভুল নেটিজেনদের চোখ এড়িয়ে যাবে তা কী করে সম্ভব আর সেই কারণেই কামরান আকমল আবারো নেটিজেনদের রোষের মুখে পড়েছেন। পাকিস্তানের নিজস্ব ইংরেজি ডিকশনারি আছে আলাদা।

```

প্রসঙ্গত উল্লেখ্য, পাকিস্তানি প্লেয়ারদের ইংরেজি বলতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছে অতীতেও এবং তা এখনো চলছে।