প্রত্যেকদিনই ঘুম থেকে উঠতে দেড়ি হয়ে যাওয়া অনেকের নিত্য সমস্যা। কিন্তু গবেষকরা আবার এই সমস্যাকে ইতিবাচক চোখেই দেখছে। ঘুম থেকে উঠতো দেড়ি হলে তাতে চিন্তার কিছু নেই।
বরং তা নিজের শরীরের পক্ষে এবং মানসিক দিক দিয়েও ভালো এমনটাই তাঁরা উল্লেখ করেছেন সাম্প্রতিক গবেষণায়। সাতোশি কানাজাওয়া ও কাজা পেরিনা এই দুই বৈজ্ঞানিকের পরীক্ষা নিরিক্ষার দ্বারা জানিয়েছেন এমন তথ্য।
তাঁদের মতে যারা দেড়ি করে ঘুম থেকে ওঠেন তারা জীবনে অনেকটাই সৃজনশীল এবং স্বাধীনচেতা হন। এছাড়াও তাদের বোধবুদ্ধি এবং চিন্তাভাবনা অন্যদের থেকে অনেকটাই উন্নত ধরণের হয়ে থাকে।
এছাড়াও এমনটায় আধুনিক জীবনযাত্রার সাথে অনেকাংশে সামঞ্জস্য রাখা সম্ভব হয় বলে জানান গবেষকদ্বয়।
Stay on top of news.