‘একসময় টিমমেটরা সবাই বন্ধু ছিল,আর এখন..’ গোপন তথ্য ফাঁস করে বি’স্ফোরক অশ্বিন!

টেস্ট ফর্ম্যাটে ভারতের অন্যতম সেরা বোলার রবিচন্দ্রন অশ্বিন। এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের ক্রমতালিকায় এক নম্বরে রয়েছেন তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তার পরেও তাঁকে বাদ পড়তে হয়েছে ডব্লুটিসি ফাইনালে। ভারতীয় দল ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে তাঁকে ছাড়াই নেমেছিল ২২ গজে। যা নিয়ে বিভিন্ন মহলে কম সমালোচনা হয়নি। রবিচন্দ্রন অশ্বিনের বাদ পড়া নিয়ে মুখ খুলেছেন স্বয়ং সচিন তেন্ডুলকরও। আর আশ্বিনের মন্তব্যে তৈরি হয়েছে চরম বিতর্ক।

ডব্লুটিসি ফাইনালকে এখন অবশ্য পিছনে ফেলে তামিলনাড়ু প্রিমিয়র লিগে মনোনিবেশ করেছেন তিনি। আর এমন আবহেই বেশ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন এই অফ স্পিনার। তাঁর বক্তব্য একটা সময় ছিল ক্রিকেটে যখন সব টিমমেটরাই বন্ধু ছিল। আর এখন টিমমেটরা শুধুই সতীর্থ!রবিচন্দ্রন অশ্বিনকে জিজ্ঞাসা করা হয়েছিল কখনও কোনও দরকার পড়লে দলে কারুর সঙ্গে তিনি আলোচনা করেন কিনা? কারুর সঙ্গে প্রানখোলা আড্ডা দেন কিনা? যার উত্তরে অকপট জবাব দিয়েছেন তিনি।বিশেষজ্ঞরা অশ্বিনকে বর্তমান ক্রিকেটের অন্যতম ক্ষুরধার মস্তিস্ক হিসেবে মানেন।

২২ গজ হোক কিংবা তার বাইরে বিভিন্ন বিষয় নিয়ে অশ্বিন রাখঢাক না রেখেই কথা বলতে ভালোবাসেন। ৩৬ বছর বয়সী এই অফ স্পিনার সম্প্রতি ভারতীয় সিনিয়র দলের বিশেষ করে টেস্ট দলের অন্দরের সংস্কৃতি নিয়ে মুখ খুলেছেন। আর সেখানেই বেশ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেসে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল কোনও দরকার পড়লে ভারতীয় দলের কারুর সঙ্গে তিনি আলোচনা করেন কিনা? তাঁর সাহায্য নেন কিনা? এই প্রশ্নের উত্তরে রবিচন্দ্রন অশ্বিন বলেন, ‘এই বিষয়টা…

‘ খুব গভীর একটা বিষয়। এটা এমন একটা সময় যেখানে দলের সমস্ত সদস্য একে অপরের সতীর্থ মাত্র। একটা সময় ছিল যখন দলের প্রত্যেক সদস্য প্রত্যেকের বন্ধু ছিল। এটাই এখন আর তখনের মধ্যে বড় পার্থক্য হয়ে গেছে। এখানে প্রত্যেকেই সামনের দিকে এগিয়ে যেতে চায়। নিজেদের ডানদিক-বাঁদিকে বসে থাকা ক্রিকেটারদের থেকে এগিয়ে যাওয়াটাই এখন সবার লক্ষ্য। এখন কারুর হাতে সময় নেই। কারুর হাতে এই সময়টা নেই জিজ্ঞাসা করার যে ‘বস তুমি কি করছ?’

সব মিলিয়ে ভারতীয় দলের অন্তবর্তী পরিবেশ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে ক্রিকেটপ্রেমীরা, তাছাড়া যেভাবে বড় টুর্নামেন্টগুলোতে দল সিলেকশন করা হচ্ছে প্রত্যেক ক্ষেত্রেই ভারতীয় দলে এমন কিছু ক্রিকেটার থাকছে যারা শুধুমাত্র ফিল্ডিং করার জন্য যায়, ব্যাট অথবা বলে কোনরকম পারফরম্যান্স তাদের থাকে না। অথচ তাদেরকেই মাথায় করে নিয়ে এই সমস্ত বড় টুর্নামেন্ট গুলোকে খেলতে যাচ্ছে ভারতীয় দল সেই নিয়ে চরম ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট প্রেমীরা।