‘বিশ্বকাপে ভারতের No.4 কে!’বিতর্ক শেষ করে ৪ নাম্বারে মারকুটে ব্যাটারের নাম স্পষ্ট করলেন রোহিত!

ভারতীয় দলের কাছে এক একটি পজিশনে খেলার জন্য একের থেকে বেশি ক্রিকেটার রয়েছে। যেমন ওপেনিং পজিশনে খেলার জন্য রোহিত শর্মা, শুভমান গিল ছাড়াও ঈশান কিশান, যশস্বী জসওয়াল এমনকি শিখর ধাওয়ান পর্যন্ত রয়েছেন যদিও তাকে খেলানোর সেভাবে পরিকল্পনা ভারতীয় দলের নেই। তিন নাম্বারে খেলার জন্য অবশ্যই বিরাট কোহলি রয়েছেন, তবে চার নাম্বার অবস্থানে কে খেলবে সেই নিয়ে বিগত একটা লম্বা সময় ধরে ভারতীয় দলের মধ্যে তর্ক বিতর্ক চলছে।

এই চার নাম্বার জায়গায় সফলভাবে শেষবারের মতো খেলেছিলেন যুবরাজ সিং এমনটাই মনে করেন অধিনায়ক রোহিত শর্মা। তার মতে যুবরাজের পরে সেই অর্থে আর আমরা কোন চার নম্বরে খেলার মতই যথেষ্ট ব্যাটসম্যান পাইনি, এই ক্ষেত্রে একজন ব্যাটসম্যানের নাম যিনি করেছেন তিনি হলেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার, তিনি চার নম্বর জায়গাটিতে খুবই ভালো খেলেছেন এবং অনেক রান করেছেন, রীতিমতো ভাল পারফরম্যান্স এসেছে তার থেকে তবে চোট সমস্যায় তিনি জর্জরিত যার কারণে ভারতকে বারংবার চার নম্বর জায়গায় নতুন নতুন ক্রিকেটারকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে হয়েছে।

এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ এ গিয়ে ভালো পারফরম্যান্স করা তিলক বর্মাকে চার নম্বর জায়গায় খেলানোর কথা অনেকে বলছেন। তবে অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন যে কে এল রাহুল এবং শ্রেয়সায বিগত চার মাস ধরে ন্যাশনাল ক্রিকেট একাডেমি অর্থাৎ এন সি এ তে প্রচন্ড পরিশ্রম করছেন যাতে তারা এই চোট সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। রোহিত শর্মার এই মন্তব্য থেকে স্পষ্ট হয়ে যায় যে চার নম্বর জায়গায় খেলার জন্য, এখনো ভারতীয় দল শ্রেয়স আইআর এর দিকেই তাকিয়ে রয়েছেন। কোন কারণে যদি তিনি চোট থেকে পুরোপুরি সুস্থ হতে না পারেন সে ক্ষেত্রে কে এল রাহুলকেও সুযোগ দেওয়া হতে পারে চার নম্বর জায়গায়।

তবে তারা দুজন যদি চোট থেকে সম্পূর্ণভাবে সুস্থ না হয় সে ক্ষেত্রে ৪ নম্বর জায়গায় সূর্য কুমার যাদব কে নেওয়া হতে পারে এরকম সম্ভাবনা রয়েছে, সূর্য কুমার যাদবের তরফ থেকে যদি কোন ম্যাচে পারফরমেন্স আসে তা এতটাই শক্তিশালী হয় যে রীতিমত বিপক্ষ দলকে খুব সহজেই পরাজিত করে ফেলে শুধু তার ইনিংসটি, এতটাই দাপটের সাথে সে খেলে সুতরাং এরকম একটি ইমপ্যাক্ট প্লেয়ার যদি দলে থাকে তা অনেকাংশেই দলকে জয়লাভ করতে সাহায্য করবে।।

তবে রোহিত শর্মা জানিয়েছেন যে এশিয়া কাপে তিনি সমস্ত ভারতীয় ব্যাটসম্যানদেরকে কঠিন সিচুয়েশনের মধ্যে কি রকম পারফরম্যান্স করছে সেই জিনিসগুলি দেখার চেষ্টা করবে।