পেঁচা কেন মা লক্ষ্মীর বাহন? আসল কারণ জানলে অবাক হবেন,জেনে নিন

পুরাণ অনুযায়ি প্রাণীজগত তৈরির পর সমস্ত দেবী -দেবতা একদিন পৃথিবীতে আসেন৷ পশু-পাখিরা তাঁদের এভাবে ঘুরতে দেখে, যা তাদের ভালো লাগেনি৷ তাঁরা সকলে দেবী -দেবতাদের কাছে গিয়ে বলে আপনাদের আশীর্বাদে আমরা উৎপন্ন হয়ে ধন্য৷ আমরা আপনাদের বদলে পৃথিবীর ওপর দিয়ে চলব৷ তাঁরা বলেন পৃথিবীতে যখন ঘুরবো তখন আপনাদের চলার পরিশ্রম করতে হবে না৷ আমরা নিজেরাই আপনাদের হয়ে চলব, আমরা আপনাদের বাহন হব৷

দেবী -দেবতা এই প্রস্তাবে খুশি হয়ে নিজের নিজের পছন্দের বাহন বাছাই করতে শুরু করে দেন৷ যখন দেবী লক্ষ্মীর সুযোগ আসে তখন তিনি চিন্তায় পড়ে যান তিনি কোনও পশুকে বাহন বাছবেন না কোনও পাখীকে বাহন বাছবেন? পশু-পাখিরাও সকলেই চাইছিল লক্ষ্মীর বাহন হতে৷ দেবী লক্ষ্মী যখন ভাবনা চিন্তা করছিলেন তখন পু-পাখিদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়৷

```

এরপর দেবী লক্ষ্মী তাঁদের চুপ করান এবং বলেন প্রত্যেক বছর কার্ত্তিক অমাবস্যায় আমি পৃথিবীতে আসি৷ ওই দিন যে আমার সঙ্গে বিচরণ করবে সেই বাহন হবে৷ সেই দিন সব পশু-পাখি সকলে আশা নিয়ে বসেছিল৷

রাতে এসে মা লক্ষ্মী দেখেন যে পেঁচা রাতেও পরিষ্কার দেখতে পায়৷ পাশাপাশি তার গতিও তীব্র৷ তাই পেঁচা যখন নিজেকে মা লক্ষ্মীর বাহন হওয়ার জন্য বলে তখন তাঁর তাঁকেই ঠিক মনে হয়৷ আর সেই রাতে চারপাশে কেউ ছিলও না৷ এভাবেই পেঁচা মা লক্ষ্মীর বাহন হয়ে যায়৷

```

(Disclaimer: এই তথ্য প্রাচীন পৌরণিক গল্পের ভিত্তিতে, newsnatic এর পুষ্টি করে না৷ )