“ওকে বাদ দেওয়া মস্ত ভুল,ওকে ছাড়া কিভাবে জিতবে?” জরুরী প্লেয়ারকে বাদ দেওয়াই বি’স্ফোরক ভাজ্জি !

এশিয়া কাপের (Asia Cup) জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা হয়ে গিয়েছে। কিন্তু ১৭ সদস্যের ওই স্কোয়াড অনেক প্রাক্তন ক্রিকেটারের মনে ধরেনি। তাঁদের মতে একটু অদল বদল প্রয়োজন ভারতের স্কোয়াডে। এশিয়া কাপের পরই যেহেতু ওডিআই বিশ্বকাপ, তাই এই ১৭ সদস্যের স্কোয়াডই হয়তো দেখা যেতে পারে বিশ্বকাপে। এমনটাই মনে করছে ক্রিকেট মহল। যদিও এখনও ওডিআই বিশ্বকাপের জন্য় ভারতীয় দল ঘোষণা করা হয়নি। আর ৫ দিন পর শুরু হবে এশিয়া কাপ। এ বারের এশিয়া কাপের স্কোয়াডে জায়গা হয়নি যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal)। যা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের প্রাক্তন তারক ক্রিকেটার হরভজন সিং (Harbhajan Singh)।

যুজিকে নিয়ে কী বললেন ভাজ্জি?হরভজন সিংয়ের মতে, সাদা বলের ক্রিকেটে ভারতের অন্যতম সেরা স্পিনার যুজবেন্দ্র চাহাল। আর তাঁকে এশিয়া কাপের স্কোয়াডে না রেখে ভুল করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তিনি বলেন, ‘আমার মনে হয় ভারতীয় টিম ওর অভাব টের পাবে। ও এমন একজন লেগ স্পিনার যে বল ভালো ঘোরাতে পারে। আমার মনে হয় সাদা বলের ফর্ম্যাটে এই মুহূর্তে ভারতে ওর চেয়ে ভালো কোনও স্পিনার আছে। হ্যাঁ এটা ঠিক যে ও কয়েকটা ম্যাচে ভালো পারফর্ম করতে পারেনি। কিন্তু সেটা ওকে খারাপ বোলার করে দিতে পারে না।’

যুজিকে নিয়ে ভাজ্জি আরও বলেন, ‘আমার মনে হয় টিমে ওর থাকরা প্রয়োজন ছিল। আমি আশা করি ওর জন্য দলে ফেরার দরজা এখনও বন্ধ হয়ে যায়নি। ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ হবে। তাই আমার মনে হয় সেখানে অবশ্যই প্রয়োজন চাহালকে। ও নিজেকে ম্যাচ উইনার বলে প্রমাণ করেছে। এটা বুঝতে পারছি যে ও ভালো ফর্মে নেই। তাই হয়তো ওকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে আমার মনে হয় ও টিমে থাকলে, ওর আত্মবিশ্বাস অটুট থাকত।’

তিনি আরো বলেন, ‘যখন কোনও ক্রিকেটার টিম থেকে বাদ পড়ার দলে ফেরে, তার উপর পারফরম্যান্সের একটা চাপ থেকেই যায়।’ এর আগে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার দিন ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহালের টিমে না থাকা নিয়ে নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর বলেছিলেন, ‘চাহাল নিঃসন্দেহে একজন অসাধারণ ক্রিকেটার। আমাদের অবশ্য একটা ব্যালেন্সড টিম প্রয়োজন। তাই দু’জন রিস্ট স্পিনারকে দলে নেওয়াটা আমাদের পক্ষে কঠিন।’

সব মিলিয়ে তাকে দল থেকে বাদ দেওয়া যে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে এই বিষয়টি পরিষ্কার। অনেক প্রাক্তন ক্রিকেটার এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না।