“ছি ছি ! ওদের লজ্জা লাগা উচিত…” ভারত ইংল্যান্ড ম্যাচ নিয়ে চরম মন্তব্য করলেন মাইকেল ভন !

ইংল্যান্ড ক্রিকেট দলের এমন দুরবস্থায় ক্ষুব্ধ তাঁদের টিম ম্যানেজমেন্ট সহ গোটা ক্রিকেট বিশ্ব। পয়েন্ট টেবিলে একেবারে শেষে গতবারের বিশ্বজয়ী দল। এমন শোচনীয় অবস্থার জন্যে লাগাতার কটাক্ষের মুখোমুখি হতে হচ্ছে জোস বাটলার বাহিনীকে। এবার রবি শাস্ত্রীর পর ইংল্যান্ডের এই বিশ্রী পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন প্রাক্তন ইংল্যান্ড তারকা মাইকেল ভন। এক সাক্ষাৎকারে তিনি ইংল্যান্ডের ক্রিকেটারদের এক হাত নেওয়ার পাশাপাশি প্রশংসা করলেন টিম ইন্ডিয়ার বোলিং বিভাগের।

তিনি জানান, ‘আমার এখনও মনে আছে অ্যান্ড্রু ফ্লিনটপের সেই ওভার যেটা ও রিকি পন্টিংকে করেছিল ২০০৫ সালে। সেই ওভার এক দুর্দান্ত ওভার বলে এখনও পরিচিত। তেমনি মহম্মদ শামি যেই ওভারে বেন স্টোকসকে আউট করে, সেই ওভারটাও একটা দুর্দান্ত ওভার। স্টোকসকে রীতিমতো অপেশাদার ক্রিকেটার মনে হচ্ছিল ওর বোলিংয়ের সামনে।’ পাশাপাশি তিনি জসপ্রীত বুমারহরও প্রশংসা করেন। প্রাক্তন ইংল্যান্ড তারকা জানান, ‘বুমরাহ একজন দুর্দান্ত বলার। দারুণ প্রতিভা আছে ওর মধ্যে। তবে ওর বোলিকের মধ্যে এটাও বোঝা যাচ্ছিল যে জো রুট একেবারেই ভালো ফর্মে নেই। সত্যি বলতে গেলে একেবারেই ছন্দে নেই রুট। পেস বোলিংয়ের সামনে ওকে বারবার মাথা এগিয়ে আনতে দেখা যাচ্ছিল। ও রিভিউ করতে চেয়েছিল কিন্তু বুঝলাম না কেন জনি বেয়ারস্টো ওকে রিভিউ করতে দিলো না।’

এরপরেই ইংল্যান্ডের খারাপ পারফরম্যান্স সম্বন্ধে প্রশ্ন করা হলে, ভন জানান, ‘আমি তাকে চিনি না তবে একজন পন্ডিত বিশ্বকাপ শুরুর আগেই বলে দিয়েছিল যে ইংল্যান্ড সেমিফাইনালে যেতে পারবে না। এখন সেটাই সত্যি মনে হচ্ছে। দেখুন হারা বা জেতাটা বড় বিষয় নয়, সমস্যা হল যে ওরা ঠিকভাবে প্রতিদ্বন্দ্বিতাই করছে না বিশ্বকাপে।’উল্লেখ্য, রবিবার ইংল্যান্ডকে ১০০ রানে হারায় টিম ইন্ডিয়া। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় জস বাটলার। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৯ রান করে ভারত। দলের হয়ে একমাত্র…

অর্ধশতরান আসে অধিনায়ক রোহিত শর্মার ব্যাট দিয়ে। তিনি করেন ৮৭। এছাড়াও ৪৯ রান করেন সূর্যকুমার যাদব এবং কেএল রাহুল করেন ৩৯। জবাবে রান তাড়া করতে নেমে ভারতীয় পেস আক্রমনের সামনে মাথা নত করতে বাধ্য হয় ইংল্যান্ড। ৩৪.৫ ওভারে ১২৯ রানে অলআউট হয়ে যায় জস বাটলাররা। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন লিয়াম লিভিংস্টোন। ভারতীয় বোলারদের মধ্যে ৪টি উইকেট নেন মহম্মদ শামি এবং ৩টি বুমরাহ। ম্যাচের সেরা হন অধিনায়ক রোহিত শর্মা।

ভন আরও বলেন, ‘সময় এসেছে দলে পরিবর্তনের। আর সেটা করতে হবে পরবর্তী ম্যাচ থেকেই। বিশ্বকাপে আমাদের আর মাত্র তিনটি ম্যাচ বাকি রয়েছে। এখানেই আমাদের পদক্ষেপ নেওয়ার সঠিক সময়। ইংল্যান্ডকে পরবর্তী তিনটি ম্যাচে আগামীর কথা ভেবে দল গঠন করতে হবে। হ্যারি ব্রুক, গ্যাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্সদের খেলানো উচিত। আমি সত্যি বলছি, এখনও আমি জানি না, কী কারণে অ্যাটকিনসনকে দল থেকে বসিয়ে দেওয়া হল।’

উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে ম্যাচে ১০ বল খেলে স্টোকস একটি রানও করতে পারেননি। মহম্মদ শামির প্রায় প্রতিটি বল খেলতে গিয়েই মনে হয়েছিল হয়তো আউট হয়ে যাবেন। শেষ পর্যন্ত বাজে শট খেলে বোল্ড আউট হয়ে যান স্টোকস।