মাত্র ১৬ বলে ৯০রান,দ্রুততম সেঞ্চুরি:তরুণ ব্যাটারের তাণ্ডব হাঁ করে দেখলেন ঋতুরাজরা,রইলো ভিডিও

একদিকে চলছে তামিলনাড়ু প্রিমিয়ার লিগ আবার তার পাশাপাশি চলছে মহারাষ্ট্র প্রিমিয়ার লিগ। সাই সুদর্শন, শাহরুখ খানরা রয়েছে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে আবার মহারাষ্ট্র প্রিমিয়ার লিগে দেখা যাচ্ছে ঋতুরাজ গায়কোয়ারদের। কিন্তু এই সমস্ত নামকে চাপা দিয়ে দিল 18 বছর বয়সের এক যুবক। যেটা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি, মাত্র ১৬ বলে ৯০ রান করেছে এই যুবক। সারা মাঠ জুড়ে শুধু চার ছক্কার বন্যা, বরং চারের থেকে ছয়ই বেশি।

মহারাষ্ট্র প্রিমিয়ার লিগে (এমপিএল ২০২৩) সোমবার রাতে একেবারে ঝড় বয়ে গিয়েছে। পুনেরি বাপ্পা এবং ঈগল নাসিক টাইটান্সের মধ্যে ধুন্ধুমার লড়াই দেখেছে ক্রিকেট মহল। আর এই ম্যাচে ঈগল নাসিক টাইটান্সের হয়ে খেলে বোলারদের একেবারে ছাতু করে দিয়েছেন আরশিন কুলকার্নি। তিনি ঝড় তুলে সেঞ্চুরি হাঁকান। সেই সঙ্গে এবং তিনি তাঁর দলকেও জিতিয়েছেন। তাঁর ইনিংস এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে ক্রিকেট মহলে। তিনি মাত্র ১৬ বলে ৯০ রান করেছিলেন এবং এই ইনিংসে তিনি ছক্কা ও চারের যেন শিলাবৃষ্টি করেন। এর বাইরেও তিনি ২০২৩ এমপিএলের দ্রুততম সেঞ্চুরিও করেছেন।

এপিএলের সোমবার রাতের ম্যাচটি ছিল খুবই রোমাঞ্চকর। এই ম্যাচে সুনামী বইয়ে দিয়েছেন ঈগল নাসিক টাইটান্সের ব্যাটসম্যান আরশিন কুলকার্নি। মাত্র ১৬ বলে চার ও ছক্কার বর্ষণ করে ৯০ রান করেন তিনি। যদিও ইনিংসে কম চার ও বেশি ছক্কা মেরেছেন তিনি। আরশিন ১৩টি ছক্কা হাঁকিয়েছেন। এবং মাত্র ৩টি চার মেরেছেন। তাঁর ঝড়ো ইনিংসের হাত ধরে তাঁর দলও ম্যাচ জিতেছে।দেখুন ভিডিও :

প্রসঙ্গত, এবার এমপিএলের প্রথম সংস্করণ খেলা হচ্ছে। টুর্নামেন্টের সাত নম্বরে ম্যাচে দ্রুততম সেঞ্চুরি করেন আরশিন কুলকার্নি। ৫৪ বলে ১১৭ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তাঁর স্ট্রাইকরেট ছিল ২১৬.৬৭। তিনি তাঁর ইনিংসের ৪৬তম বলে সেঞ্চুরি পূর্ণ করেছেন।ঈগল নাসিক টাইটান্স প্রথমে ব্যাট করতে নেমে ২০৩ রান করে। আরশিন কুলকার্নি ছাড়াও ঈগল নাসিক টাইটান্সের হয়ে অধিনায়ক রাহুল ত্রিপাঠি দ্বিতীয় সর্বোচ্চ রান করেন, তিনি ৪১ রানর গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

যার জবাবে রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন টিম পুনেরি বাপ্পার দল ৮ উইকেট হারিয়ে মাত্র ২০২ রান করতে পারে। পুনেরি বাপ্পা থেকে সর্বোচ্চ রান করেন অধিনায়ক রুতুরাজ। তিনি ২৩ বলে ৫০ রান করেন। যদিও তাঁর দলকে ১ রানে ম্যাচ হারতে হয়।