কোথায় বল করলে ব্যাটার, বিশাল জ্ঞান মহেন্দ্র সিং ধোনির! অবাক ক্রিকেট ভক্তরা

উইকেটের পিছনে একটা অবিশ্বাস্য ক্যাচ, তাতেই ঘুরে গেল ম্যাচ। বাঁ-দিকে ঝাঁপিয়ে মার্কো জানসেনের যে ক্যাচটা নেন রহমানউল্লাহ গুরবাজ, তাতে ভর করে কার্যত হেরে যাওয়া ম্যাচে জিতল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। পাঁচ রানে হারিয়ে দিল সানরাইজার্স হায়দরাবাদকে। ১৯ তম ওভারের প্রথম বলটা ষষ্ঠ স্টাম্পে রাখেন বৈভব অরোরা। ইনসুইঙিং ইয়র্কার করেন কেকেআরের পেসার।

তাতে ড্রাইভ মারার চেষ্টা করেন জানসেন। উইকেটের পিছনে নিজের বাঁ-দিকে ঝাঁপিয়ে এক হাতে দুর্দান্ত ক্যাচ নেন গুরবাজ। বাঁ-হাতে সেই ক্যাচটা নেন আফগানিস্তানের তারকা। ক্যাচটা আরও স্পেশাল ছিল, কারণ সেইসময় প্রবল চাপে ছিল কেকেআর। আর জানসেন এমন জায়গায় দাঁড়িয়েছিলেন যে প্রাথমিকভাবে বলটা গুরবাজের চোখের আড়ালে চলে গিয়েছিল।

```

স্রেফ মাইক্রো সেকেন্ডের মধ্যে নিজের বাঁ-দিকে ঝাঁপিয়ে দুর্ধর্ষভাবে বলটা তালুবন্দি করেন।তার এই দুর্দান্ত ক্যাচ এর জন্য ম্যাচে জেতার চান্স বাড়ে কেকেআর এর। সব মিলিয়ে প্লে অফে যাবার লড়াইয়ে টিকে রইলো কেকেআর।