‘পরিবার আগে’: হঠাৎ সবধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার!

বর্তমান মুহূর্তে বিশ্ব ক্রিকেটে অন্যতম শক্তিশালী হলো ইংল্যান্ডের দল। কিন্তু এই ইংল্যান্ডের দলের আজকের দিনে এত শক্তিশালী হওয়ার পিছনে রয়েছে যথেষ্ট কারণ। বেশ কয়েক বছর আগে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই ছিটকে যায় ইংল্যান্ড এবং তারপর থেকে তারা নিজেদের ক্রিকেট খেলার ধরণটাকেই বদলে দেয় এবং এটাকিং ক্রিকেট খেলা শুরু করে, যেটা এখনো পর্যন্ত চলছে। তবে এই অ্যাটেকিং ক্রিকেট খেলার ধারা শুরু করেছিলেন ইংল্যান্ডের এক অধিনায়ক, তিনি এবার ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করলেন।

সবধরনের ক্রিকেটের থেকে অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগ্যান। ৩৬ বছর বয়সে কেরিয়ারে ইতি টানলেন। গত বছরের জুন মাসে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। এরপর থেকে তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নজর দিচ্ছিলেন। এবার সেখানেও চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন। ২০১৯ সালে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন তিনি। তাঁর নেতৃত্বে ইংল্য়ান্ড ওডিআই ও টি-২০ তে এক নম্বরে জায়গা করে নিয়েছিল। ১২৬টা ওডিআই ও ৭২টা টি-২০ তে তিনি ইংল্যান্ড দলকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর অধীনে ইংল্যান্ড ১১৮টা ম্য়াচ জিতেছে। তিনি সাদা বলের ক্রিকেটেই ইংল্য়ান্ডকে অধিনায়কত্ব করেছেন।

টুইটারে সবধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানান ইয়ন মরগ্যান। তিনি লেখেন, “একাধিক সিদ্ধান্তের পর, আমি মনে করি এটাই সঠিক সময় ক্রিকেট থেকে সরে যাওয়ার। বছরের পর বছর ধরে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। পেশাদার ক্রিকেটে চ্যালেঞ্জে ও উত্তেজনা আমি মিস করব। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমার অবসরের পর, আমি প্রিয়জনদের সঙ্গে অনেক সময় কাটাতে পারছি, এবং আমি ভবিষ্যতে আরও বেশি সময় পরিবারের সঙ্গে কাটাতে চাই।”

মরগ্যান অন্যতম প্লেয়ার যিনি দুটো দেশের জয়ে জাতীয় দলে খেলেছেন। মাত্র ১৬ বছর বয়সে তিনি আয়ারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। এরপর তিনি ২০০৯ সালে ইংল্যান্ডের জাতীয় দলে ডাক পান। এরপর ইংল্যান্ডের হয়েই তিনি খেলা শুরু করেন। ইংল্যান্ডের হয়ে তিনি ২৪৮টা ওডিআই ও ১১৫টা টি-২০ খেলেছেন। তাঁর মোট রান ১০ হাজার ১৫৯। তিনি ১৬টা টেস্ট খেলে ৭০০ রান করেছেন।

IPL-এও খেলেছেন তিনি। ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি IPL-এ খেলেন। তিনি ৮৩টা ম্যাচ খেলেছেন IPL-এ। তাঁর মোট রান ১৪০৫। IPL-এ তিনি নেতৃত্ব দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সকে। দীনেশ কার্তিকের থেকে মরশুমের মাঝপথে অধিনায়কত্ব নিয়ে দেওয়া হয় ইয়ন মরগ্যানকে। কিন্তু তিনি ব্যর্থ হন। ব্যাট হাতে ব্যর্থতা তাঁর সঙ্গী হয়ে গিয়েছিলেন কেরিয়ারের শেষের দিকে। তবে তাঁর নেতৃত্বে KKR ফাইনাল খেলেছিল। তবে তাঁর ব্যক্তিগত পারফরমেন্স আশানুরূপ ছিল না। এরপর তিনি আর IPL-এ দল পাননি। ও ২০২১ সালে পুরোপুরি IPL থেকে সরে দাঁড়ান।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি ধারাভাষ্যকর হিসেবে কাজ শুরু করেন। এছাড়া বিভিন্ন সিরিজের বিশেষজ্ঞ হিসেবে তিনি কাজ করতে থাকেন। এবার অবসরের পর তিনি কী করবেন তা অবশ্য জানাননি।