অস্ট্রেলিয়ার কাছে তৃতীয় ম্যাচে পরাজিত হয়েছে ভারতীয় দল, যার ফলে ভারতীয় দল বেশ কিছুটা চাপের মধ্যে রয়েছে, কারণ ভারতীয় দলকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে পৌঁছাতে হলে অস্ট্রেলিয়াকে এই সিরিজে পরাজিত করা খুব জরুরী। তবে ভারতীয় দল পরাজিত হলেও, প্রথম ম্যাচ থেকে শুরু করে তৃতীয় ম্যাচেও অনবদ্য পারফরমেন্স করেছেন রবীন্দ্র জাদেজা।
ফেব্রুয়ারি মাসসেরা ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যশনাল ক্রিকেট কাউন্সিল। সেখানে জায়গা পেয়েছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তিনি ছাড়াও এই তালিকার বাকি ক্রিকেটাররা হলেন ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক এবং ওয়েস্ট ইন্ডিজের অফস্পিনার গুদাকেশ মোতি।অস্ট্রেলিয়ার বিপক্ষে “বর্ডার-গাভাস্কার ট্রফির” প্রথম টেস্ট দিয়ে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছিলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
সিরিজের প্রথম এবং দ্বিতীয় টেস্টে নিজের অলরাউন্ড পারফর্ম্যান্স দিয়ে কুড়িয়েছিলেন প্রশংসাও।প্রথমটিতে এক ইনিংসে ৫ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে খেলেছিলেন ৭০ রানের একটি ম্যাচজয়ী ইনিংস। দ্বিতীয় ম্যাচে নিয়েছিলেন দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট। জাদেজার এমন অতিমানবীয় পারফর্ম্যান্সই ভারতকে সিরিজের প্রথম দুই ম্যাচে জয় পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
তালিকার আরেক ক্রিকেটার হলেন ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক, কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন চরম ধারাবাহিক। ব্যাট করেছেন এক সেঞ্চুরি এবং দুই ফিফটি। একই মাসে সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজেও। সেই সিরিজের দুই ম্যাচে খেলেছিলেন ৮১ বলে ৮৯ এবং ৪১ বলে ৫৪ রানের দুই মারকুটে ইনিংস।
ফেব্রুয়ারি মাস সেরা ক্রিকেটারদের তালিকায় থাকা তৃতীয় ক্রিকেটার হলেন ওয়েস্ট ইন্ডিজের অফস্পিনার গুদাকেশ মোতি। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে অসাধারণ পারফর্ম্যান্স দেখিয়েছেন তিনি। দুই ম্যাচে তিনি নিয়েছেন মোট ১৯ উইকেট।