বড় খবর: কে এল রাহুলের পরিবর্তে WTC ফাইনালে মুম্বাইয়ের দুর্ধর্ষ ব্যাটারকে দলে নিল ভারত!

বর্তমানে চরমে চলছে আইপিএল, কিন্তু এই আইপিএল শেষ হলেই ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। লাগাতার এই নিয়ে দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলছে ভারত যা প্রমাণ করে দেয় যে ভারত টেস্ট ক্রিকেটে কতটা দাপট বজায় রেখেছে, কিন্তু বিশ্ব টেষ্ট চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ম্যাচ এর আগে চোটে ছিটকে গেছে কে এল রাহুল, যার পরিবর্তে ভারতীয় দলের সুযোগ পেলেন মুম্বাইয়ের দুর্দান্ত এক ব্যাটসম্যান, যিনি সম্প্রতি ভারতীয় দলের হয়ে ডবল সেঞ্চুরিও করেছেন।

প্রথমেই জানিয়ে রাখি যে কে এল রাহুল চোট পাওয়ার পর তার পরিবর্তে কাকে নেওয়া হবে এই নিয়ে প্রশ্ন উঠতে থাকে এমনকি ভারতীয় দল থেকে বাদ পড়ে যাওয়া রাহানেকে পুনরায় সুযোগ দেওয়ার ফলে অন্তত বাঙালি ক্রিকেট ভক্তরা দাবি জানায় যে রাহুলের পরিবর্তে ঋদ্ধিমান সাহাকে যেন সুযোগ দেওয়া হয় কিন্তু ভারতীয় দলের সিলেক্টররা কোনোভাবেই ঋদ্ধিমান সাহার কথা কল্পনাতেও আনেননি এই বিষয়টা পরিষ্কার হয়ে গেল যখন তারা জায়গা করে দিল মুম্বাইয়ের এক দুর্দান্ত ব্যাটসম্যান কে যে রীতিমত বলা চলে টি-টোয়েন্টি স্পেশালিস্ট।

```

ঋদ্ধিমান সাহা দুর্দান্ত ব্যাটসম্যান এবং আইপিএলে খুবই ভালো ফর্মে রয়েছেন, তার থেকেও আরো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো রীতিমান সাহা, দুর্দান্ত একটি উইকেট কিপার, বলতে গেলে ভারতের নাম্বার ওয়ান অথচ তাকে জায়গা না নিয়ে জায়গা দেওয়া হলো মুম্বাইয়ের ব্যাটসম্যান ঈশান কিষানকে, মুম্বাইয়ের এই তারকা ব্যাটসম্যান যিনি ঝাড়খণ্ডের প্লেয়ার, তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে খুবই ভয়ঙ্কর এক ব্যাটসম ্যান কিন্তু টেস্ট ক্রিকেটে এখনো পর্যন্ত কিছু করে উঠতে পারেননি, বিশ্ব টেষ্ট চ্যাম্পিয়নশিপের মতো টুর্নামেন্টে অভিজ্ঞতা পূর্ণ ঋদ্ধিমানকে ছেড়ে যিনি টেস্ট ক্রিকেটে সেই ভাবে কখনো সুযোগ পাননি, সেই ঈশানকে জায়গা করে দেওয়া কতটা যুক্তিযুক্ত সেই প্রশ্ন থেকে যাচ্ছে।

পাশাপাশি জানিয়ে রাখবো যে কে এল রাহুল চোট পেয়ে আইপিএল থেকে এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যাওয়ার ফলে বেশ কিছু ক্রিকেট ভক্ত খুশি হয়েছেন অন্তত সোশ্যাল মিডিয়াতে তারা জানিয়েছেন তার কারণ হলো কে এল রাহুল বিন্দুমাত্র ফর্মে নেই তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে যেখানে বিপক্ষ দল আউট করার চেষ্টা করে না সেখানে কোনরকমে তিনি নিজের উইকেট বাঁচিয়ে ১০০ স্ট্রাইক রেটে খেলছেন, অথচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেখানে তাকে বিপক্ষ দলের বোলাররা আউট করতে চাইবে সেখানে যে তিনি কি করে নিজের উইকেট বাঁচাবেন সেই প্রশ্ন ছিল তাই নিজেদের খুশি ব্যক্ত করেছেন ক্রিকেট ভক্তদের একাংশ।

```

আইপিএল শেষ হবার এক সপ্তাহ পরে ইংল্যান্ডের মাটিতে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যেখানে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।