বুড়ো হাড়ে ভেল্কি দেখিয়ে IPL -এর ইতিহাসে অনন্য নজির গড়লেন বাংলার ঋদ্ধিমান!

মহেন্দ্র সিং ধোনি পরবর্তী অধ্যায়ে নিঃসন্দেহে ভারতীয় সিনিয়র দলের সেরা উইকেট রক্ষকের নাম হতে পারে ঋদ্ধিমান সাহা। ভক্তরা তাঁকে আদর করে ‘পাপালি’ বলে ডাকেন। একটা সময়ে ভারতীয় সিনিয়র টেস্ট দলের নিয়মিত সদস্য ঋদ্ধিমান সাহা এ দিন কার্যত খুনে মেজাজে ব্যাটিং করলেন আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ২২ গজে। সিনিয়র টেস্ট দল থেকে উপেক্ষিত হওয়ার জবাবটা যেন তিনি এ দিন দিলেন ব্যাট হাতে ২২ গজে।

লখনউয়ের বোলারদের বেদম পিটুনি খেতে হল ঋদ্ধির হাতে। আর তার সঙ্গে সঙ্গেই তিনি গড়ে ফেললেন এক অনন্য নজির।আমদাবাদের ২২ গজে বুড়ো হাড়ে ভেল্কি দেখিয়ে নয়া নজির গড়ে ফেললেন তিনি। তাঁর এই পারফরম্যান্সে ভর করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কেএল রাহুলের বদলে আদৌ ঋদ্ধিমান সাহা সুযোগ পাবেন কিনা তা সময়ই বলবে। তবে আইপিএলের ইতিহাসে কিন্তু এক অনন্য নজির স্থাপন করেছেন তিনি।এই মুহূর্তে অর্থাৎ ৭ মে ২০২৩ সালে ঋদ্ধিমান সাহার বয়স ৩৮ বছর ১৯৫ দিন।

আইপিএলের ইতিহাসে ৩৫ বছর বা তার থেকেও বেশি বয়সি ক্রিকেটারদের মধ্যে দ্রুততম অর্ধশতরান করার নজির গড়লেন তিনি। এদিন আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মাত্র ২০ বলে অর্ধশতরান হাঁকিয়ে এই নজির গড়েছেন তিনি।চলতি মরশুমে গুজরাটের হয়ে দ্রুততম অর্ধশতরান করার নজির ও গড়েছেন তিনি। এদিন মাত্র ৪৩ বল খেলে তিনি করেছেন ৮১ রান। তাঁর ইনিংসে এ দিন হাঁকিয়েছেন চারটি লম্বা লম্বা ছক্কা।

পাশাপাশি মেরেছেন ১০ টি চার ও।প্রথম উইকেট জুটিতে শুভমন গিলের সঙ্গে জুটিতে তিনি শতরান ও করেছেন। প্রথম উইকেটে ১৪২ রান ওঠার পরে ঋদ্ধিমান সাহা আউট হলে ভাঙে এই জুটি। মাত্র ১২.২ ওভারেই ১৪২ রান ওঠার পরে আউট হন তিনি। আবেশ খানের বলে মারতে গিয়ে প্রেরক মানকড়ের হাতে ক্যাচ দিয়ে আউট হন।

পাশাপাশি জানিয়ে রাখবো যে গতকাল পাঞ্জাবের বিরুদ্ধে জয়লাভ করেছে কলকাতা নাইট রাইডার্স এবং আজকে মুম্বাইয়ের মুখোমুখি হচ্ছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অত্যন্ত হাই ভোল্টেজ একটি ম্যাচ হতে চলেছে।