“সিদ্ধান্তটাই তো ভুল…” WTC ফাইনাল হারতেই এবার বি’স্ফোরক মন্তব্য করে দিলেন শচীন !

শান্ত স্বভাবের মানুষ। তাঁকে কেউ কোনওদিন রাগতে দেখেছেন বলে মনেও করতে পারছেন না। সেই সচিন তেন্ডুলকরও রেগে গেলেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রবিচন্দ্রন অশ্বিনকে প্রথম একাদশে না রাখার জন্য রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়দের পুরোপুরি তুলোধোনা করলেন। কোনওরকম রাখঢাক না করে ভারতীয় অধিনায়ক রোহিত এবং হেড কোচ দ্রাবিড়ের ক্রিকেটীয় বুদ্ধিমত্তা নিয়েও প্রশ্নচিহ্ন তুলে নিলেন। কার্যত বোঝালেন যে শুধু উপর-উপর পিচ দেখেই সবকিছু হয় না। ক্রিকেটীয় জ্ঞান লাগে। একেবারে কড়া ভাষায় বললেন, ‘আমি বুঝতে পারলাম না যে ঠিক কোন কারণে রবিচন্দ্রন অশ্বিনকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হল।’

রবিবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হতাশাজনক হারের পর অজিদের অভিনন্দন জানান সচিন। ভারতীয় দল কোথায় পিছিয়ে পড়েছিল, সেটাও ব্যাখ্যা করেন। ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন, ‘প্রথমদিন দুর্দান্ত ভিত্তিপ্রস্তর তৈরি করে নিজেদের দিকে ম্যাচটা নিয়ে চলে আসে স্টিভ স্মিথ এবং ট্র্যাভিস হেড। ম্যাচে টিকে থাকার জন্য প্রথম ইনিংসে ভারতকে দীর্ঘক্ষণ ব্যাট করতে হত। বড় রান তুলতে হত। কিন্তু ওরা পারেনি। ম্যাচে কয়েকটি ভালো মুহূর্তও গিয়েছে ভারতের।’

তবে তারপরই অশ্বিনকে প্রথম একাদশে না রাখার জন্য রোহিতদের তুলোধোনা করেন সচিন। একেবারে কড়া ভাষায় তিনি বলেন, ‘(বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে) ভারতের জন্য কয়েকটি মুহূর্ত ভালো গিয়েছে। কিন্তু আমি বুঝতে পারলাম না যে ঠিক কোন কারণে রবিচন্দ্রন অশ্বিনকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হল। যে কিনা বর্তমানে বিশ্বের এক নম্বর টেস্ট বোলার।’

ওভালে ম্যাচের শুরুর সময় পিচ সবুজ থাকলেও এবং আকাশ মেঘলা থাকলেও কেন অশ্বিনকে দলে রাখার পক্ষে সওয়াল করছেন, সেটাও একেবারে কারণ ধরে বুঝিয়ে দেন সচিন। তিনি বলেন, ‘ম্যাচের আগেও আমি বলেছিলাম যে দক্ষ স্পিনাররা সবসময় ঘূর্ণি পিচের উপর নির্ভর করে না। বাতাসের ড্রিফট এবং পিচের বাউন্সকে কাজে লাগিয়ে নিজেদের বৈচিত্র্যকে লুকিয়ে রাখে ওরা। আর এটা ভুললে চলবে না যে অস্ট্রেলিয়ার প্রথম আট ব্যাটারের মধ্যে পাঁচজনই বাঁ-হাতি।’

সচিনের টুইটের প্রতিটি শব্দে যেন রাগ, হতাশা ফুটে উঠছিল। পাকিস্তানের বিরুদ্ধে ১৯৪ রানে ব্যাট করার সময়ও অধিনায়ক দ্রাবিড় যখন ভারতের ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছিলেন, তখনও সম্ভবত সচিনকে এতটা হতাশা গ্রাস করেনি। যদিও অশ্বিনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিদেনপক্ষে প্রকাশ্যে অনড় থেকেছে ভারতীয় দল। প্রথমদিনের খেলার শেষে ভারতের বোলিং কোচ পরশ মামব্রে দাবি সাফাই দিয়েছিলেন যে অশ্বিনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কঠিন ছিল। কিন্তু ওভালের পরিস্থিতির উপর ভিত্তি করেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।