কাজে সাফল্য পাবেন,মান-সম্মান বাড়বে,আগাামী ৩৮ দিন ভালো কাটবে এই রাশির জাতকদের

ইতিমধ্যে মকর রাশিতে প্রবেশ করেছে মঙ্গল। যা আগামী ৭ এপ্রিল পর্যন্ত মকর রাশিতেই থাকবেন। সেইসময় পর্যন্ত গ্রহদের সেনাপতি মঙ্গলের আশীর্বাদ থাকবে একাধিক রাশির জাতকের উপর। যে গ্রহকে শক্তি, সাহস, শৌর্যের মতো কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। মঙ্গলের প্রভাবে আগামী ৩৮ দিন কোন কোন রাশির জাতকদের ভালো কাটবে, তা দেখে নিন একনজরে –

মিথুন রাশি :

১) আটকে থাকা কাজ পূর্ণ হতে পারে।২) আয় বাড়তে পারে।৩) চাকরি এবং ব্যবসার জন্য সময় শুভ হবে।৪) আপনি যে কাজ করবেন, তা প্রশংসিত হবে।৫) কাজে সাফল্য লাভ করবেন। ৬) যাত্রা থেকে লাভ হওয়ার যোগ তৈরি হবে।

সিংহ রাশি:

১) এই সময় চাকরিতে উন্নতির যোগ তৈরি হবে।২) আর্থিক অবস্থার উন্নতি হবে।৩) লেনদেনের জন্য সময় ভালো।৪) দাম্পত্য জীবন সুখকর হবে।৫) মান-সম্মান বাড়তে পারে।৬) পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে পারবেন।৭) গাড়ি কিনতে পারেন।

কন্যা রাশি :

  • ১) আয় বাড়বে। অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয়ে যাবে।
  • ২) জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাবেন। তার ফলে বিবাহিত জীবন সুখকর হবে।
  • ৩) শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জীবন দুর্দান্ত কাটবেে।
  • ৪) এই সময় বিনিয়োগ করলে লাভবান হবেন।
  • ৫) স্বাস্থ্য ভালো থাকবে।

বৃশ্চিক রাশি:

  • ১) বৃশ্চিক রাশির জাতকদের চাকরিতে উন্নতির যোগ তৈরি হবে।
  • ২) নয়া কাজ শুরু করতে পারবেন।
  • ৩) ব্যবসায় মুনাফা লাভ করতে পারেন।
  • ৪) ধর্মীয় এবং আধ্যাত্মিক কাজে অংশগ্রহণ করবেন।
  • ৫) অর্থ লাভ হবে। তার ফলে আর্থিক অবস্থা মজবুত হবে।
  • ৬) শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সময় দুর্দান্ত কাটবে।